Homeখবররাজ্যমুখ্যসচিবের সঙ্গে বৈঠককে ‘নিষ্ফল’ আখ্যা জুনিয়র ডাক্তারদের, পন্থের দাবি, আলোচনা 'ইতিবাচক'

মুখ্যসচিবের সঙ্গে বৈঠককে ‘নিষ্ফল’ আখ্যা জুনিয়র ডাক্তারদের, পন্থের দাবি, আলোচনা ‘ইতিবাচক’

প্রকাশিত

স্বাস্থ্য ভবনে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেও সন্তুষ্ট হতে পারেননি জুনিয়র ডাক্তাররা। বৈঠক শেষে তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, সরকারের কাছ থেকে কোনও কার্যকরী সমাধান পাওয়া যায়নি। বৈঠককে ‘নিষ্ফল’ আখ্যা দিয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দেবাশিস হালদার বলেন, “সরকারের এতটা অনমনীয়তা আশা করিনি। এটি ছিল সময়ের অপচয়। কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি।” তিনি আরও যোগ করেন, “সরকারের কাছ থেকে শুধুমাত্র মৌখিক আশ্বাস পেয়েছি, তবে নির্দিষ্ট কিছু জানানো হয়নি।” তারা আমরণ অনশন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

মুখ্যসচিব মনোজ পন্থ অবশ্য বলেন, “আমরা আলোচনা করেছি এবং আশা করি, এটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হবে।” তিনি সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী কাজ করার কথাও উল্লেখ করেন এবং বলেন, “প্রয়োজন হলে আবারও আলোচনা করা হবে।”

তবে বৈঠকে কোনও কার্যকরী সমাধান না মেলায়, জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মতলায় অনশনরত সাতজন জুনিয়র ডাক্তারকে সমর্থন জানিয়ে অন্যান্য ডাক্তাররাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। দেবাশিস হালদার বৈঠকের পরে বলেন, “সরকার কোনও নির্দিষ্ট সমাধান না দিলে, আমাদের আন্দোলন চলবে।”

বুধবার সন্ধ্যায় মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করে স্বাস্থ্যভবনে আলোচনার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই অনুযায়ী, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিলেও দীর্ঘ তিন ঘণ্টার আলোচনায় সরকারের পক্ষ থেকে সঠিক কোনও সমাধান বা পদক্ষেপ আসেনি বলে দাবি করেছেন তাঁরা। ফলে, তাঁদের আমরণ অনশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।