Homeখবররাজ্যস্বাস্থ্যসচিবের প্রতিশ্রুতিতে কাটল না জট, সাগর দত্তে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, প্রতিবাদে মৃত...

স্বাস্থ্যসচিবের প্রতিশ্রুতিতে কাটল না জট, সাগর দত্তে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, প্রতিবাদে মৃত রোগীর আত্মীয়রাও

প্রকাশিত

কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ অব্যাহত। শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে রোগীর আত্মীয়েরা হাসপাতালের ওয়ার্ডে ঢুকে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালান বলে অভিযোগ। মহিলাদের ওয়ার্ডে ভাঙচুর, ডাক্তারদের হেনস্থা এবং সিসিটিভি ফুটেজে নজরদারি না রাখার অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আহত হন সাতজন, যাঁদের মধ্যে কয়েকজন চিকিৎসক ও নার্সও রয়েছেন।

এই ঘটনার পরই হাসপাতালের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, “এমন নিরাপত্তাহীন পরিবেশে কাজ করা অসম্ভব। আমরা প্রতিশ্রুতি চাই না, আমাদের প্রয়োজন কার্যকরী পদক্ষেপ।” তাঁরা আরও বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালে ৩৬০টি সিসিটিভি ক্যামেরার বদলে মাত্র ৪০টি ক্যামেরা বসানো হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও নিযুক্ত করা হয়নি।” এর ফলে, হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে বৈঠকে বসে জুনিয়র ডাক্তারদের একাংশ। বৈঠকে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি, এবং পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যসচিব। তবে, ডাক্তারদের অভিযোগ, গত এক মাস ধরে তাঁরা একই প্রতিশ্রুতি শুনে আসছেন, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের স্পষ্ট বক্তব্য, “নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কাজ শুরু করব না।”

অন্যদিকে, রোগীর পরিবারের পক্ষ থেকেও উত্তেজনা কমছে না। শুক্রবার রাতে এক রোগিণীর মৃত্যুর পরে বিক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালের চত্বরেই ধর্না দেন তাঁরা। অভিযোগ, রোগিণীর সঠিক সময়ে চিকিৎসা হয়নি, ফলে তাঁর মৃত্যু হয়েছে। এ কারণে চার জনকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু রোগীর পরিবার জানিয়েছে, যতক্ষণ না ধৃতদের মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ তাঁরা দেহ গ্রহণ করবেন না। এই পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে চলছে তীব্র উত্তেজনা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তাতেও ডাক্তারদের আন্দোলন থামছে না। তাঁরা দাবি করেছেন, “শুধু প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, আমরা কার্যকরী পদক্ষেপের পরই কাজে ফিরব।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলো-ছায়ার কল্পলোক ও ‘গোড়ার কথা’, বিমল সামন্তের থিমে মাতাবে আহিরীটোলা যুবকবৃন্দের পুজো 

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।