Homeখবররাজ্যপ্রাথমিকে ৪২০ শূন্যপদ দ্রুত পূরণ করার নির্দেশ হাইকোর্টের

প্রাথমিকে ৪২০ শূন্যপদ দ্রুত পূরণ করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত

কলকাতা: প্রাথমিকে ফের নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনায় প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল বুধবার। সেই মামলাতেই চারশোর বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ বিচারপতির।

২০০৯ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ১৫০৬ পদে নিয়োগের তালিকা প্রকাশ হলেও ৩২৮টি পদ ফাঁকাই রয়েছে। বুধবারের শুনানিতে সেই সব পদ অবিলম্বে পূরণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী দু’মাসের মধ্যে প্রাথমিকের ৪২০টি শূন্যপদ পূরণের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনায় শূন্যপদ ছিল ১৮৩৪। সেই পদে নিয়োগ নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টে মামলাও হয়। পরে ১৫০৬ পদে নিয়োগের তালিকা প্রকাশ হয়। কিন্তু বাকি ৩২৮ পদ ফাঁকাই পড়ে ছিল। সেই নিয়েই হাই কোর্টে মামলা দায়ের হয়। বুধবার সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গেলে গত ১৩ বছরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে বিস্ময় প্রকাশ করেন তিনি।

তবে শুধু ৩২৮ জন নয়, আরও ৫ শতাংশ বেশি অর্থাৎ আরও ৯২ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্দেশে বিচারপতি নির্দেশ দেন, ১৭ এপ্রিলের মধ্যে এই নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে। নিয়োগও করতে হবে শীঘ্রই। হাইকোর্টের এ দিনের নির্দেশ প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই নিয়োগ নিয়ে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই চলছিল। অবশেষে আদালত নিয়োগ করার নির্দেশ দিয়েছে। এ নিয়ে অনেক চাকরিপ্রার্থী আন্দোলন করছিলেন। তাঁরা জয়ী হলেন।’’

প্রসঙ্গত, পর্ষদের নিয়ম অনুযায়ী, কোনো নিয়োগ নিয়ে অনেকদিন ধরে মামলা চললে ৫ শতাংশ বেশি শূন্যপদে নিয়োগ করা হয়। সেই মতো আরও ৯২ জনের নিয়োগের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে, এই মামলায় প্রাথমিকের ৪২০টি শূন্যপদে নিয়োগ করার কথা।

আরও পড়ুন: আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ফের এক নম্বরে রবিচন্দ্রন অশ্বিন

সাম্প্রতিকতম

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

গরম পড়তেই চুলের দফারফা! চিন্তা নেই, সহজ এই উপায় জানলেই হবে মুশকিল আসান

Hair Care: গ্রীষ্মের জ্বালায় নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বাড়ি থেকে বেরোনো যেন এক প্রকার দায়...

আরও পড়ুন

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

গরম নিয়ে আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না

শ্রয়ণ সেন আতঙ্ক! আতঙ্ক! আতঙ্ক! সমাজমাধ্যমের পাতা ওলটালেই গরম নিয়ে চূড়ান্ত আতঙ্কজনক খবর! মানুষ গরম অনুভব...

আগামী কয়েক দিন গরম আরও বাড়তে পারে, কিন্তু গরম পড়াও দরকার

শ্রয়ণ সেন যতই হাহাকার করুন না কেন, গরমকালে গরমই পড়া দরকার। এ বছর মার্চ মাস...