কলকাতা: দুর্গাপুজো মিটতেই জোরকদমে শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি। এক দিকে যেমন ব্যস্ততা তুঙ্গে পটুয়াপাড়ায়, অন্য দিকে ক্রেতার ভিড়ে গমগম করছে চাঁদনির মতো আলোর বাজার। রাজীব বসুর ক্যামেরায় ধরা পড়ল সে সবরেই কয়েকটা মুহূর্ত…
দুর্গাপুজোর আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ

এ বারে আর আবহাওয়ার তেমন কোনো খামখেয়ালিপনা এখনও নেই

মন্দির, বাড়ি, বারোয়ারি- সর্বত্র পূজিত হন দেবী কালী

বিভিন্ন রূপে শিল্পীরা ফুটে তোলেন শ্যামাকে

আর ক’দিন বাদেই আলোর উঠবে সেজে উঠবে চারিদিক

কলকাতার চাঁদনিতে আলোর ছড়াছড়ি

হাজির হরেক পসরা, সেখান থেকে সাধ্যমতো বেছে নেওয়া
