Homeখবররাজ্যক্ষুদ্ধ কল্যাণ, মুখ্যসচেতকের পদ ছাড়ার পরই কথা হল অভিষেকের সঙ্গে

ক্ষুদ্ধ কল্যাণ, মুখ্যসচেতকের পদ ছাড়ার পরই কথা হল অভিষেকের সঙ্গে

প্রকাশিত

তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পরেই দলীয় মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন প্রবীণ এই সাংসদ।

কল্যাণ জানান, অভিষেক তাঁকে ফোন করে ৭ অগস্ট দিল্লিতে দেখা করবেন বলে জানিয়েছেন এবং তাঁর সমস্ত ক্ষোভ-বিক্ষোভ শুনবেন বলেও আশ্বাস দিয়েছেন। সেইসঙ্গে অভিষেক তাঁকে অনুরোধ করেছেন, অন্তত আরও তিন-চার দিন লোকসভায় মুখ্যসচেতকের দায়িত্ব সামলাতে।

তবে তার আগেই স্পষ্ট করে নিজের অবস্থান তুলে ধরেছেন কল্যাণ। তাঁর অভিযোগ, লোকসভায় সমন্বয় ঠিকমতো না হওয়ার জন্য দলের শীর্ষ নেতৃত্ব তাঁর দিকেই আঙুল তুলেছেন। সেই কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কল্যাণ বলেন, “মমতাদি অভিযোগ করেছেন লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না। তাহলে তো অভিযোগ আমার দিকেই। তাই আমি নিজেই পদ ছাড়লাম।”

তিনি আরও অভিযোগ করেন, “দিদি বলছেন আমি ঝগড়া করছি। কিন্তু যারা আমাকে গালাগাল দেয়, তাদের আমি সহ্য করব কেন? দলের কাছে জানিয়েছি, উল্টে আমাকেই দায়ী করা হচ্ছে।”

তাঁর ইঙ্গিত স্পষ্ট—দলের অভ্যন্তরে তাঁকে ঘিরে একাধিক বিষয় নিয়ে অসন্তোষ জমে রয়েছে। বিশেষত, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় হতাশ কল্যাণ।

লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানকে ঘিরে দলের সাংসদদের অভ্যন্তরীণ অবস্থান যে পাল্টাচ্ছে, এ দিনের ঘটনাক্রম তা আরও একবার স্পষ্ট করে দিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।