সপ্তাহের প্রথম দিনেই দুর্ভোগে শহরবাসী। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি কলকাতার বিস্তীর্ণ অংশে। ভিজেছে শহরতলিও। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। বাস, ট্রেন ও অফিসগামী যাত্রীদের ভোগান্তি চরমে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত স্বস্তির খবর নেই। বৃষ্টি চলবে আরও কয়েক দিন। কারণ, বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। তার সঙ্গে রাজ্যে সক্রিয় বর্ষার বাতাস।
কোন কোন জেলায় সতর্কতা?
আলিপুর জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
সোমবার যেসব জেলায় সতর্কতা:
- কলকাতা
- হাওড়া
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা
- বাঁকুড়া
- পূর্ব বর্ধমান
- বীরভূম
- মুর্শিদাবাদ
- নদিয়া
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা:
- দক্ষিণ ২৪ পরগনা
- পশ্চিম বর্ধমান
- পুরুলিয়া
বৃহস্পতিবার থেকে:
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টি বাড়তে পারে। এই জেলাগুলিতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি:
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে আগামী কয়েক দিন ভারী বর্ষণের পূর্বাভাস।
বিশেষ সতর্কতা:
- জলপাইগুড়ি → শুক্রবার পর্যন্ত
- আলিপুরদুয়ার → রবিবার পর্যন্ত
উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
বঙ্গোপসাগরের পরিস্থিতি:
আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় বঙ্গের উপরে থাকা উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে, সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইছে।
সমুদ্র সতর্কতা:
- হাওয়ার গতি: ঘণ্টায় ৩৫-৪৫ কিমি
- সতর্কতা জারি: ১ জুলাই পর্যন্ত
- মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ
কলকাতার তাপমাত্রা:
- সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিক)
- রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা: ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম)
আরও পড়ুন: বর্ষায় বেহাল কেষ্টপুরের রাস্তা! দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

