Home খবর রাজ্য ‘পৃথিবীর কোনও শক্তি মমতাকে মুখ্যমন্ত্রী করতে পারবে না’—দায়িত্ব নিয়েই শমীকের হুঙ্কার, বৃহস্পতিবার...

‘পৃথিবীর কোনও শক্তি মমতাকে মুখ্যমন্ত্রী করতে পারবে না’—দায়িত্ব নিয়েই শমীকের হুঙ্কার, বৃহস্পতিবার আর যা যা ঘটল

রাজ্য বিজেপি-র নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাচনী সুর চড়ালেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরই তিনি বলেন, “২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের বিদায় ঘণ্টা বাজবেই। পৃথিবীর কোনও শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে পারবে না।”
শমীক আরও বলেন, “এই রাজ্যকে যদি সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করতে হয়, তা হলে বিজেপি-ই একমাত্র বিকল্প। মানুষের রায়ে আমরা আবার প্রমাণ করব, পরিবর্তনের সময় এসেছে।”

কসবা ধর্ষণ মামলা: তদন্তে গতি আনতে নির্দেশ হাই কোর্টের
কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি জমা দিতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে কলেজ কর্তৃপক্ষকেও হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি।

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সৌগত রায়
তৃণমূল সাংসদ সৌগত রায় ধীরে ধীরে সুস্থতার পথে। ২২ জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মধ্যে দেখা গিয়েছিল তন্দ্রাচ্ছন্নতা, কথা জড়িয়ে যাওয়া, ভারসাম্যহীনতা। বর্তমানে তিনি কিছুটা স্বাভাবিক কথা বলছেন, যদিও এখনও দুর্বলতা রয়ে গিয়েছে।

প্রাথমিকে চাকরি বাতিল নিয়ে হাই কোর্টে প্রশ্ন
২০১৪ সালের টেট বাতিল না করে কেন শুধু ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল, তা নিয়ে প্রশ্ন তুললেন চাকরিহারাদের আইনজীবী অনিন্দ্য মিত্র। তাঁর দাবি, ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির কোনও অভিযোগ নেই, বরং দুর্নীতির অভিযোগ রয়েছে ২০১৪ সালের টেট-এ।

দল ছাড়ার হুঁশিয়ারি দিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
নিজের কেন্দ্রে হামলার শিকার হয়ে ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। দল হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, ১০ জুলাই কলকাতায় মহামিছিলের হুমকি দিয়েছেন তিনি। এমনকি দল ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন প্রকাশ্যে।

শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স বাতিল
বিদেশি ডিগ্রি সংক্রান্ত জটিলতায় দুই বছরের জন্য ডাক্তারি লাইসেন্স বাতিল হল তৃণমূল নেতা শান্তনু সেনের। রাজ্য মেডিক্যাল কাউন্সিল জানিয়েছে, তাঁর নামের পাশে ‘ডাক্তার’ লেখার অধিকারও আপাতত থাকছে না।

Calcutta High Court

কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের মামলা: ‘ইন ক্যামেরা’ শুনানি নিয়ে বিতর্ক
ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ এবং জোর করে গর্ভপাতের অভিযোগের মামলায় ‘রুদ্ধদ্বার’ শুনানি চলছে। রাজ্য এতে আপত্তি জানালে হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত অভিযুক্তকে লিখিতভাবে কারণ জানাতে বলেন।

ওড়িশায় বাংলাভাষী শ্রমিকদের ‘বাংলাদেশি’ সন্দেহে আটক: প্রতিবাদ রাজ্যের
ওড়িশায় বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করার ঘটনার প্রতিবাদ জানাল বাংলা সরকার। মুখ্যসচিব মনোজ পন্থ চিঠি পাঠিয়ে ঘটনাটিকে “বৈষম্যমূলক ও মানবাধিকারের পরিপন্থী” বলে উল্লেখ করেছেন।

যুদ্ধে পালটা হামলায় রুশ জেনারেল নিহত
ইউক্রেনের পালটা হামলায় নিহত রুশ নৌবাহিনীর সহকারী প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ। মস্কো সরকার এই তথ্য স্বীকার করেছে। ইউক্রেনের প্রতিরোধ আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শুভমান গিলের ডবল সেঞ্চুরি, ইতিহাস গড়ল ভারত
এজবাস্টনে দুরন্ত ইনিংস! টেস্ট কেরিয়ারে প্রথমবার ডবল সেঞ্চুরি করলেন শুভমান গিল। ৩১১ বলে ২০০ পূর্ণ করেন ভারতের এই উঠতি অধিনায়ক। প্রথম টেস্টে সেঞ্চুরির পর এবার ডাবল—ইংল্যান্ডের মাটিতে স্বর্ণযুগ লিখছেন গিল।

কলকাতা লিগে ঘুরে দাঁড়াল মোহনবাগান
প্রথম ম্যাচে পুলিশ এসি-র কাছে হার—সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হয় কোচ ডেগি কার্ডোজ়োকে। তবে সেই চাপ সামলে দ্বিতীয় ম্যাচেই জয়ের মুখ দেখল সবুজ-মেরুন। কালীঘাটকে ৪-০ গোলে হারিয়ে কলকাতা লিগে প্রথম জয় তুলে নিল তারা।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন মোহনবাগানের ফরোয়ার্ডরা। চারটি গোলেই ছিল আক্রমণাত্মক ফুটবলের ছাপ। কোচ ডেগি কার্ডোজ়ো বলেন, “প্রথম ম্যাচের পর ছেলেরা চাপের মধ্যে ছিল। কিন্তু আজ আমরা দেখালাম, কীভাবে ঘুরে দাঁড়াতে হয়।”

আরও পড়ুন: উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া কনটেন্টে বাড়ছে অশান্তি, অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version