কলকাতা: আপাতত নেই কোনো স্বস্তির খবর। গরমের দাপট চলবে শুক্রবার সকাল পর্যন্ত। অস্বস্তিকর আবহাওয়া, লু বইবার সম্ভাবনা।
সোমবারের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরও তিন-চার দিন। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।
উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদহে বুধবার সকাল পর্যন্ত থাকতে পারে এমন পরিস্থিতি। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের এই তিন জেলায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে থাকছে। তবে শীঘ্রই স্বস্তি মিলতে পারে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের কিছু জেলায়। কাল-পরশুর মধ্যে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দার্জিলিং জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দু’দিন কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্রবার পূর্ব মেদিনীপুরে ও শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় অল্পস্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে আগে বৃষ্টি শুরু হবে। ২২-২৪ এপ্রিলের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এই ঝড়বৃষ্টির তীব্রতা কতটা হবে বা কতদিন ধরে চলবে, তা নিয়ে এখনই নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানান গণেশবাবু।