গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমে পুড়ছে কলকাতা ও আশপাশের জেলা। দিনের তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করলেও এখনও পর্যন্ত চল্লিশ ডিগ্রি পার করেনি শহরের পারদ। আজ, রবিবার যদি সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি না ছাড়ায়, তাহলে এই মরশুমে হয়তো আর তেমন তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ সোমবার (১২ মে) থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আপাতত কোনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ইঙ্গিত নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে আসা আর্দ্রতা মিলিয়ে ১৫ মে-র পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আনাগোনা বাড়তে পারে।
এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দেবে শহরবাসীকে।