কলকাতা: বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুধু কলকাতা নয়, জাঁকিয়ে শীত পড়েছে রাজ্য জুড়ে। বইছে কনকনে উত্তুরে হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন কনকনে ঠাণ্ডায় জবুথবু হতে চলেছে রাজ্য।

মূলত উত্তুরে হাওয়ার দাপটের জেরেই পারদপতন ঘটছে। সঙ্গে উত্তর-পশ্চিমের হাওয়া। তবে বাধাহীন উত্তুরে হাওয়ার আগমনে কলকাতার পাশাপাশি পারদপতনের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতেও। শীতের কাঁপুনি ভাব টের পাওয়া যাবে জেলায় জেলায়। ছবি: রাজীব বসু

কলকাতায় এই মরশুমে তাপমাত্রার পারদ বৃহস্পতিবার প্রথম ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা কলকাতার তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস নামার সম্ভাবনা রয়েছে। ছবি: রাজীব বসু

উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন ডিগ্রি নামতে পারে। আগামী ৬-৭ দিন রাজ্যজুড়ে ১৫-এর নীচে থাকবে তাপমাত্রা। সকালে কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ সাফ হতে পারে। ছবি: রাজীব বসু

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা গতি হারাবে। তাতে অবশ্য শীতের আমেজে ভাঁটা পড়বে না। ছবি: রাজীব বসু
