কলকাতা: বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুধু কলকাতা নয়, জাঁকিয়ে শীত পড়েছে রাজ্য জুড়ে। বইছে কনকনে উত্তুরে হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন কনকনে ঠাণ্ডায় জবুথবু হতে চলেছে রাজ্য।