Homeখবররাজ্যরেজিস্ট্রির আগে এক ক্লিকে জানা যাবে জমির খাজনা বকেয়া, দালালের ফাঁদ থেকে...

রেজিস্ট্রির আগে এক ক্লিকে জানা যাবে জমির খাজনা বকেয়া, দালালের ফাঁদ থেকে রেহাই পাবেন ক্রেতারা

প্রকাশিত

জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন? তবে এবার রেজিস্ট্রির আগেই এক ক্লিকে জেনে নিতে পারবেন জমির খাজনা বকেয়া রয়েছে কি না এবং কে আসল মালিক। জমি কেনার পর সাধারণত প্রথম যে ধাক্কায় পড়তে হয় সাধারণ মানুষকে, তা হল মিউটেশন। তখনই জানা যায়, জমির খাজনা মেটানো হয়নি। কারণ রেজিস্ট্রির সময়ে খাজনা বকেয়ার কোনও প্রভাব না থাকায় অনেক বিক্রেতাই ইচ্ছে করে সেই তথ্য গোপন করেন। ফলে পরে সমস্যায় পড়েন ক্রেতারা।

এই সমস্যা দূর করতেই এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পোর্টালে গিয়ে জমির খতিয়ান নম্বর সহ প্রয়োজনীয় বিবরণ টাইপ করলেই, জমির খাজনা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে। এতে শুধু ব্যক্তি নয়, ব্যবসায়িক চাহিদার ক্ষেত্রেও ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলবে মুহূর্তের মধ্যেই।

২০২২ সালের জানুয়ারি মাসে রাজ্যে চালু হয় অনলাইনে খাজনা জমা দেওয়ার পদ্ধতি। তারপর ধাপে ধাপে অফলাইনে জমা নেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে শুধুমাত্র অনলাইনেই খাজনা জমা নেওয়া হয়। ফলে গত কয়েক বছরে জমা পড়া সমস্ত খাজনার তথ্যই রয়েছে রাজ্য সরকারের ডিজিটাল তথ্যভাণ্ডারে।

যদি কেউ গত এক বা দুই বছর খাজনা না দিয়ে থাকেন, তবে সেই তথ্য সহজেই জানা যাবে পোর্টালে। আর যদি কারও বকেয়া আরও বেশি দিনের হয়, তবে বোঝা যাবে ওই জমির জন্য বহুদিন কোনও খাজনাই জমা পড়েনি। ফলে রেজিস্ট্রির আগে এই তথ্য যাচাই করে ক্রেতারা বিক্রেতাকে স্পষ্ট বলে দিতে পারবেন—“আগে খাজনা মেটান, তারপর টাকা।”

প্রতি বছর রাজ্যে গড়ে ১৭ থেকে ১৮ লক্ষ জমি বা বাড়ির রেজিস্ট্রি হয়। এত বিপুল সংখ্যক ক্রেতার স্বার্থেই এই পদক্ষেপ, জানাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। তাঁদের আশা, এতে একদিকে যেমন জমি রেজিস্ট্রির আগে প্রতারণার সম্ভাবনা কমবে, অন্যদিকে অনলাইনে খাজনা প্রদানের হারও বাড়বে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।