Homeখবররাজ্যনতুন মুখে ভরসা, বামেদের প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ

নতুন মুখে ভরসা, বামেদের প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ

প্রকাশিত

কলকাতা: বৃহস্পতিবার বিকেলে মুজফপর আহমেদ ভবন থেকে এক সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উল্লেখযোগ্য ভাবে প্রথম দফার প্রার্থীতালিকায় নতুন মুখের উপর ভীষণভাবে জোর দিয়েছে বামেরা। 

প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। ১৬টির মধ্যে সুজন চক্রবর্তী ও বিপ্লব ভট্ট ছাড়া বাকি ১৪ আসনেই নতুন মুখকে সুযোগ দিয়েছে বামেরা। একইসঙ্গে তরুণ ব্রিগেডের উপরেও ভরসা রাখতে দেখা গেল বামেদের। 

এই ১৬টি আসনের মধ্যে সিপিএমের ১৩টি আসন ও শরিকদের ৩টি। বামফ্রন্টের অন্য শরিকরা ছাড়াও রয়েছে আইএসএফ। কংগ্রেসের সঙ্গেও আলোচনা চলছিল। কিন্তু তাতে এখনও পুরোপুরি সবুজ সঙ্কেত মেলেনি। সিপিএমের সঙ্গে কথা চলাকালীনই বৃহস্পতিবার আইএসএফ ঘোষণা করে দিয়েছে, তারা আটটি আসনে লড়বে। তার মধ্যে রয়েছে সিপিএমের প্রার্থী দেওয়া যাদবপুরও।

বামফ্রন্টের ১৬ প্রার্থী

১. কোচবিহার: নীতিশচন্দ্র রায় (ফব)

২. জলপাইগুড়ি: দেবরাজ বর্মন (সিপিআইএম)

৩. বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত। (আরএসপি)

৪. কৃষ্ণনগর: এসএম শাদি (সিপিআইএম)

৫. যাদবপুর: সৃজন ভট্টাচার্য (সিপিআইএম)

৬. দমদম: সুজন চক্রবর্তী (সিপিআইএম)

৭. শ্রীরামপুর: দীপ্সিতা ধর (সিপিআইএম)

৮. দক্ষিণ কলকাতা: সায়রা শাহ হালিম (সিপিআইএম)

৯. হাওড়া: সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিআইএম)

১০. হুগলি: মনোদীপ ঘোষ (সিপিআইএম)

১১. তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)

১২. মেদিনীপুর: বিপ্লব ভট্ট (সিপিআইএম)

১৩. বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিআইএম)

১৪. বিষ্ণুপুর: শীতল কৈব্যর্ত (সিপিআইএম)

১৫. বর্ধমান পূর্ব: নীরজ খান (সিপিআইএম)

১৬. আসানসোল: জাহানারা খান (সিপিআইএম)

আরও পড়ুন: সিএএ নিয়ে বিরোধীদের কড়া জবাব অমিত শাহের, নিশানায় মমতাও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

টোটো নিবন্ধনের পর মিলবে সরকারি ড্রাইভিং লাইসেন্স, উদ্যোগী পরিবহণ দফতর

রাজ্যের সব টোটো এখন সরকারি নথিভুক্তির আওতায় আসছে। পরিবহণ দফতর জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দুর সমালোচনার জবাবও দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।