Homeখবররাজ্যকিংবদন্তি কার্টুনিস্ট অমল চক্রবর্তী প্রয়াত

কিংবদন্তি কার্টুনিস্ট অমল চক্রবর্তী প্রয়াত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: চতুর্থীর সকালে এল দুঃসংবাদ। বাংলার সংস্কৃতিজগৎ হারাল তার এক অমল সন্তানকে। প্রয়াত হলেন কিংবদন্তি কার্টুনিস্ট অমল চক্রবর্তী। সকাল সাড়ে ১০টায় আরজিকর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল একটা যুগ।

অমল চক্রবর্তীর বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায়, আচমকাই কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত তিনি চিরবিদায় নিলেন।

স্বাভাবিক ভাবেই বয়সজনিত কারণে দৃষ্টিশক্তিও অনেক কমে গিয়েছিল অমলবাবুর। একটি চোখে দৃষ্টিশক্তি ছিলই না, আর অন্যটিতেও সামান্যই ছিল। তবু কার্টুন থেকে নিজেকে দূরে রাখতে পারেননি কখনও। চোখে চশমা লাগিয়েই তিনি কাজ চালিয়ে গিয়েছেন। তিনি বলতেন, “এসেছি পৃথিবীতে, যদি মরতেই হয়, তবে কার্টুনিস্ট হয়েই মরব।”

amal cartoon 1 18.10

প্রায় ৭০ বছর ধরে কার্টুন এঁকে গিয়েছেন অমল চক্রবর্তী। বাংলার পাঠকেরা খবরের কাগজের প্রথম পাতায় যে পকেট কার্টুন দেখতে অভ্যস্ত, তার অন্যতম কারিগর ছিলেন তিনি। মূলত রাজনৈতিক কার্টুন আঁকতেন তিনি। তাঁর আঁকা কার্টুনে সামাজিক বার্তাও থাকত।

একাধিক সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অমৃতবাজার পত্রিকা ও যুগান্তর, অমৃতবাজার পত্রিকা গোষ্ঠীর দুটি পত্রিকাতেই কার্টুন আঁকতেন তিনি। এর পর যুগান্তর বন্ধ হওয়ার মুখে চলে আসেন ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায়। ১৯৯২ সালে ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার জন্মলগ্ন থেকেই তিনি সেখানে যুক্ত হয়েছিলেন। ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত তাঁর পকেট কার্টুন ‘অমল আলোয়’। অমল আলোয় তিনি চিরদিন থেকে যাবেন আমাদের মধ্যে।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

‘কেয়াপাতার নৌকো’র স্রষ্টা প্রফুল্ল রায় প্রয়াত

প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়। ৯১ বছর বয়সে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 'কেয়াপাতার নৌকো'-র স্রষ্টা ছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত।

শুক্রবার থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, ফের কবে বৃষ্টি?

পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে মরশুমের শুরুতেই তীব্র বৃষ্টি। কোথায় কত মিলিমিটার বৃষ্টি হল ও কবে আবহাওয়ার উন্নতি হবে, জানুন বিশদে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে