আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন অংশে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সারাদিনই এই বৃষ্টি অব্যাহত থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত দক্ষিণবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। এই অঞ্চলে দিনের বেশির ভাগ সময় মেঘলা আকাশ থাকবে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলতে পারে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে আকাশ মেঘলা থাকবে এবং সামান্য শীতের অনুভূতি থাকবে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা দক্ষিণবঙ্গের আবহাওয়াকে প্রভাবিত করছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us