Homeখবররাজ্যবজ্রাঘাতে রাজ্যে মৃত ১৫, সবচেয়ে বেশি মৃত্যু বাঁকুড়ায়

বজ্রাঘাতে রাজ্যে মৃত ১৫, সবচেয়ে বেশি মৃত্যু বাঁকুড়ায়

প্রকাশিত

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় ব্যাপক বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়। সেই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গেল ১৫ জনের। আহত হয়েছেন অনেকে। মৃতদের মধ্যে বাঁকুড়ার ৯ জন, পূর্ব বর্ধমানের ৫ জন এবং পশ্চিম মেদিনীপুরের ১ জন রয়েছেন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এ দিন দুপুর থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বাঁকুড়ার কোতুলপুর, ওন্দা, ইন্দাস, জয়পুর এলাকায় প্রবল বজ্রপাত হয়।

কোতুলপুরের খিরি গ্রামে মাঠে আমন ধান রোপণ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় জিয়াউল হক মোল্লার (৫০)। তাঁর সঙ্গে থাকা আসপিয়া মোল্লা আহত হন। গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে জিয়াউলকে মৃত ঘোষণা করা হয়।

ওন্দার নারায়ণ সাও (৪৮), ইন্দাসের ইসমাইল মণ্ডল (৬০), জয়পুরের খড়িকাশুলি গ্রামের উত্তম ভুঁইয়া (৩৮)-রও মৃত্যু হয় পৃথক বজ্রাঘাতের ঘটনায়।

পূর্ব বর্ধমানের মাধবডিহির সনাতন পাত্র (৬০) ও আউশগ্রামের সঞ্জয় হেমব্রম (২৮) মারা যান মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মামার জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রবিদ্যুৎ শুরু হলে প্রাণ হারান সঞ্জয়। ভাতারে বজ্রাঘাতে আহত হয়েছেন আরও চার জন।

এদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের লাহিরগঞ্জ গ্রামে লক্ষ্মীকান্ত পান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে।

এই ঘটনায় ফের একবার স্পষ্ট হল, ঝড়বৃষ্টির সময়ে মাঠে কাজ করা কৃষক ও শ্রমিকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। রাজ্য প্রশাসনের তরফে আবহাওয়ার পূর্বাভাস মেনে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, কমলা সতর্কতা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।