Homeখবররাজ্যবাংলার ৪ আসনে প্রার্থী ঘোষণা বাকি, আসানসোল থেকে বিজেপির প্রার্থী হতে পারেন...

বাংলার ৪ আসনে প্রার্থী ঘোষণা বাকি, আসানসোল থেকে বিজেপির প্রার্থী হতে পারেন জিতেন্দ্র তিওয়ারি!

প্রকাশিত

আসন্ন লোকসভা ভোটে বাংলার চার আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, আসানসোল এবং বীরভূমে এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। তবে সূত্রের খবর, এই আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা না করা হলেও কোথায় কাকে টিকিট দেওয়া হবে, তা চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির!

এরই মধ্যে জোর জল্পনা, জিতেন্দ্র তিওয়ারি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে প্রার্থী করেছে বিজেপি। এর পরই আসানসোলের জন্য জিতেন্দ্রর নাম নিয়ে গুঞ্জন আরও বেড়েছে। শোনা যাচ্ছে, আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এএমসি) প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোল লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমনিতে জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের একজন ‘ভূমিপুত্র’। একই সঙ্গে তিনি একজন অ-বাংলাভাষী, ফলে ‘বিহারিবাবু’তে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারেন তিনি। এর আগে আসানসোল লোকসভা আসনের জন্য বিজেপি ভোজপুরি গায়ক এবং অভিনেতা পবন সিংকে প্রার্থী করেছিল। কিন্তু নিজের নাম প্রত্যাহার করে নেন পবন।

একাংশের মতে, জিতেন্দ্র তিওয়ারি রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগদান করেন আসানসোলের প্রাক্তন মেয়র। ক’দিন আগে নিজের এক্স হ্যান্ডলের একটি পোস্টে জিতেন্দ্র লেখেন, আসানসোল লোকসভা আসনে চমক থাকবে। এক জন স্থানীয় নেতাকেই প্রার্থী হিসাবে বেছে নেওয়া হবে।

বিজেপির স্থানীয় নেতাদের কথায়, আসানসোল কেন্দ্রটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই কেন্দ্রে এমন একজনকে প্রার্থী করা হবে, যিনি রাজ্যের শাসক দলের প্রার্থীর সঙ্গে লড়াই করে ২০১৪ ও ২০১৯ সালের মতো যাতে ফল করতে পারেন। খুব শীঘ্রই বাংলার বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা করবে বিজেপি। এখন দেখার, শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্ব আসানসোল কেন্দ্রে কাকে প্রার্থী করেন!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।