Home খবর রাজ্য ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঘোষণা

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঘোষণা

0

কলকাতা: অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি। এই নিয়ে বাংলায় ৪২তম প্রার্থী ঘোষণা বিজেপির।

রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে এই একটি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা বাকি রেখেছিল গেরুয়া শিবির। ডায়মন্ড হারবারের প্রার্থী নিয়ে কার্যত জল্পনা জিইয়ে রেখেছিল বিজেপি। এর আগে ডায়মন্ড হারবার থেকে রুদ্রণীল ঘোষ বা কংগ্রেস থেকে আসা কৌস্তভ বাগচীকে প্রার্থী করার বিষয়ে চর্চা চলছিল। তবে সব জল্পনা উড়িয়ে এই কেন্দ্রে প্রার্থী করা হল অভিজিৎ দাসকে। মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা হতেই নতুন উদ্যম দেখা গেল বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

ডায়মন্ড হারবারে তৃণমূলের হয়ে লড়ছেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিজিৎ দাস (ববি)-কে প্রার্থী করেছে বিজেপি। তিনি বর্তমানে রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন। এক সময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করেছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, দুবারের সাংসদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে স্থানীয় নেতৃত্বেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত বিজেপির আরেক দফা প্রার্থী তালিকায় নাম রয়েছে অভিজিতের।

বিজেপির দাবি, অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন। ফলে তাঁর পক্ষে এই কেন্দ্রে লড়াই দেওয়া যথেষ্টই সহজ বলে মনে করছে দল। সূত্রের খবর, তাঁর নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি। 

আরও পড়ুন: ওড়িশায় সেতু থেকে পড়ে গেল কলকাতাগামী বাস, অন্তত ৫ জনের মৃত্যু, অনেকে আহত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version