Homeখবররাজ্যঅনুব্রত মণ্ডলের বীরভূমে প্রত্যাবর্তন, দীর্ঘ বন্দিত্বের পর প্রথমবার কার্যালয়ে গিয়ে কেঁদে ফেললেন...

অনুব্রত মণ্ডলের বীরভূমে প্রত্যাবর্তন, দীর্ঘ বন্দিত্বের পর প্রথমবার কার্যালয়ে গিয়ে কেঁদে ফেললেন কেষ্ট

প্রকাশিত

দুই বছরেরও বেশি সময় পর বীরভূমে ফিরলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। ২০২২ সালের ১১ অগস্ট সিবিআইয়ের হাতে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে তিনি জেলবন্দি ছিলেন। প্রথমে আসানসোল সংশোধনাগারে বন্দি ছিলেন, পরে ইডির হেফাজতে তিহাড় জেলে প্রায় দেড় বছর কাটিয়েছেন।

সোমবার রাতে তিহাড় থেকে মুক্তি পাওয়ার পর, মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে মঙ্গলবার ভোরে কলকাতায় পৌঁছন অনুব্রত। দমদম বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি সকাল ৯টা নাগাদ বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরে আসেন।

দলীয় কর্মী-সমর্থকরা সকাল থেকেই তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় বোলপুরের বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন। অনুব্রত মণ্ডলের চোখে জল ছিল যখন তিনি নিজের বাড়িতে প্রবেশ করেন। বাড়ির এক তলায় দলীয় কার্যালয়ে বসে কথা বলতে বলতে এক পর্যায়ে আবেগে কেঁদেও ফেলেন তিনি।

ফেরার পথে, বর্ধমানের একটি জায়গায় কিছু সময়ের জন্য তাঁর গাড়ি থামে, এবং সেই সময় তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন। তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, “পায়ে ও কোমরে ব্যথা রয়েছে,” তবে আইন মেনে চলার কথাও পুনরায় উল্লেখ করেন। এছাড়াও, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, “দিদির জন্য আছি, থাকব।”

অনুব্রতর মুক্তি ও বীরভূমে ফিরে আসার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। বিশেষ করে, মঙ্গলবারই বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে। অনুব্রত মণ্ডল নিজে জানিয়েছেন, শরীর ভালো থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল দুজনেই সম্প্রতি জামিন পেয়েছেন। মঙ্গলবার সকালে পিতা-কন্যা একসঙ্গে বোলপুরের বাড়িতে ফেরেন, যা অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ ও দলের ভূমিকা নিয়ে নতুন চর্চার পরিবেশ তৈরি  করেছে।

অনুব্রত মণ্ডল তাঁর স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, তিনি শারীরিক সমস্যায় ভুগছেন। বিশেষত, তাঁর পায়ে ও কোমরে ব্যথা রয়েছে। যদিও তিনি আদালতের প্রতি সম্মান দেখিয়ে আইনের নিয়ম মেনে চলার কথা পুনর্ব্যক্ত করেছেন, তবুও শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুটা দুর্বল বোধ করছেন। তিহাড় জেলে দীর্ঘদিন থাকার পর শারীরিক অবস্থা আগের মতো নেই বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ছাড়া, তিনি জানিয়েছেন যে, শরীর ভাল থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন

ইজরায়েলি বিমান হামলায় লেবাননে ৪৯২ জন নিহত, প্রতিশোধে হিজবুল্লার ২০০ রকেট নিক্ষেপ

সুন্দরবনের দুঃস্থ শিশুদের পাশে বিরাট কোহলি, পরিবেশ রক্ষাতেও ভূমিকা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।