কলকাতা: কালীপুজোর ঠিক আগের দিন মধ্যমগ্রামের একটি তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গিয়েছে, এই বিধ্বংসী আগুনে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি।
বুধবার দুপুরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বাদু রোডের এলাকা। আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, কারখানার ভিতরে রাসায়নিক মজুত থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে।
বুধবার দুপুরে বাদু রোডের উপর অবস্থিত পেট্রোল কারখানাটি থেকে আচমকা আগুন বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এলাকার লোকজন ছুটোছুটি শুরু করে দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। তড়িঘড়ি হাজির হয় দমকলের ইঞ্জিনও। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, এবং ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে দু’টি ইঞ্জিন আসে। পরে আরও তিনটি আনা হয়।
দমকল কর্মীরা গিয়ে দেখেন, আগুন ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে এবং বেশ কয়েকজন শ্রমিক ভিতরে আটকে পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয় এবং তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। তবে দুঃখজনকভাবে, এক শ্রমিকের মৃতদেহ কারখানার ভিতরেই পাওয়া যায়। বর্তমানে দুই দগ্ধ শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পুলিশ এখনও মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন আয়ত্তে আনার পর এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে।