Homeখবররাজ্যমধ্যমগ্রামে তেলের কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ১, আশঙ্কাজনক অবস্থায় আরও ২

মধ্যমগ্রামে তেলের কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ১, আশঙ্কাজনক অবস্থায় আরও ২

প্রকাশিত

কলকাতা: কালীপুজোর ঠিক আগের দিন মধ্যমগ্রামের একটি তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গিয়েছে, এই বিধ্বংসী আগুনে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি।

বুধবার দুপুরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বাদু রোডের এলাকা। আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, কারখানার ভিতরে রাসায়নিক মজুত থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে।

বুধবার দুপুরে বাদু রোডের উপর অবস্থিত পেট্রোল কারখানাটি থেকে আচমকা আগুন বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।  এলাকার লোকজন ছুটোছুটি শুরু করে দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। তড়িঘড়ি হাজির হয় দমকলের ইঞ্জিনও। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, এবং ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে দু’টি ইঞ্জিন আসে। পরে আরও তিনটি আনা হয়।

দমকল কর্মীরা গিয়ে দেখেন, আগুন ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে এবং বেশ কয়েকজন শ্রমিক ভিতরে আটকে পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয় এবং তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। তবে দুঃখজনকভাবে, এক শ্রমিকের মৃতদেহ কারখানার ভিতরেই পাওয়া যায়। বর্তমানে দুই দগ্ধ শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।  যদিও পুলিশ এখনও মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন আয়ত্তে আনার পর এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।