কলকাতা: কড়া নজরদারির মধ্যে বৃহস্পতিবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে রয়েছে বাড়তি নজর। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নে কেটেছে প্রথম দিন। দু:খজনক ভাবে, এ দিন সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকি মারি এলাকায় এক দাঁতালের সামনে পড়ে যায় অর্জুন দাস নামে এক পরীক্ষার্থী। পালানোর আগেই তাকে পায়ে পিষে দেয় হাতিটি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া আগেই তার মৃত্যু হয়।