Home খবর রাজ্য শুরু মাধ্যমিক পরীক্ষা, জেনে নিন হেল্পলাইন ও পরীক্ষা স্পেশাল বাস পরিষেবা সবিস্তারে

শুরু মাধ্যমিক পরীক্ষা, জেনে নিন হেল্পলাইন ও পরীক্ষা স্পেশাল বাস পরিষেবা সবিস্তারে

চলছে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। ছবি: রাজীব বসু।

সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে মধ্যশিক্ষা পর্ষদ, কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। চালু করা হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর, পরীক্ষার সময় বাড়তি সরকারি বাস পরিষেবা, এবং জরুরি পরিস্থিতির জন্য হাসপাতালে বিশেষ শয্যার ব্যবস্থা।

পর্ষদ ও পুলিশের হেল্পলাইন

পরীক্ষার সময় কোনও সমস্যার সম্মুখীন হলে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা যোগাযোগ করতে পারবেন মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে—

পর্ষদের প্রধান কন্ট্রোল রুম:
০৩৩ ২৩২১ ৩৮১৩
০৩৩ ২৩৫৯ ২২৭৭
০৩৩ ২৩৩৭ ২২৮২

আঞ্চলিক অফিসের যোগাযোগ নম্বর:

কলকাতা: ০৩৩ ২৩২১ ৩৮১১

বর্ধমান: ০৩৪ ২২৬৬ ২৩৭৭

মেদিনীপুর: ০৩২ ২২২৭ ৫৫২৪

উত্তরবঙ্গ: ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ / ৮২৪০৭৫৬৩৭১

এছাড়া, পরীক্ষার্থীরা যদি কোনও সমস্যায় পড়েন, তবে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯-এ ফোন করলেই মিলবে সাহায্য।

madhymik prep 10.02

চলছে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। ছবি: রাজীব বসু।

হাসপাতালগুলিতে বিশেষ ব্যবস্থা

পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী অসুস্থ হলে যাতে দ্রুত চিকিৎসা করানো যায়, তার জন্য রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ‘সিক বেড’ রাখা হয়েছে। এছাড়া, ব্লক সদর দফতরগুলিতে অ্যাম্বুল্যান্স পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ সরকারি বাস পরিষেবা

মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরীক্ষা স্পেশাল বাস পরিষেবা চালু করেছে রাজ্য সরকার।

সকাল বেলা বাস পরিষেবা (পরীক্ষার আগে):

সকাল ৮:৪৫ থেকে দুপুর ২:৪৫ পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস চলবে।

নির্দিষ্ট রুটে সকাল ৮:৪৫৯:১৫-তে বাস ছাড়বে।

যাত্রী সংখ্যা বেশি থাকায় বিশেষ নজরদারি রাখা হবে।

পরীক্ষা শেষে ফেরার সময়:

দুপুর ২:১৫২:৪৫-এ বিশেষ বাস পরিষেবা থাকবে।

ব্যারাকপুর, ঠাকুরপুকুর, যাদবপুর, সরশুনা, হরিদেবপুর থেকে হাওড়াগামী বাস চলবে।

গড়িয়া-দেশপ্রিয় পার্ক-৫ নম্বর বাস এবং টালিগঞ্জ-৭ নম্বর বাস হাওড়া অভিমুখে যাবে।

কলকাতা ট্রাম সংস্থা টালিগঞ্জ-ঘটকপুকুর, বেলগাছিয়া-বিবাদিবাগ সহ একাধিক রুটে বাস চালাবে।

ট্রাম পরিষেবাও থাকবে!
শ্যামবাজার-এসপ্লানেড এবং গড়িয়াহাট-এসপ্লানেড রুটে চলবে বিশেষ ট্রাম।

যানজট নিয়ন্ত্রণে কড়া নজরদারি

যানজট এড়াতে প্রশাসন বিশেষ নজর রাখবে। সরকারি বাস পরিষেবা সচল রাখতে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

পরীক্ষার্থীদের অনুরোধ: সময়ের আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন এবং কোনও সমস্যায় পড়লে নির্দিষ্ট হেল্পলাইনে যোগাযোগ করুন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version