বিদেশে সফরে যাওয়ার আগে মন্ত্রিসভার দফতর রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে উল্লেখযোগ্য বিষয় হল, দায়িত্ব কামালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়র। অন্য দিকে গুরুত্ব বাড়ল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। একনজরে দেখে নিন কে কোন দায়িত্ব পেলেন।
বাবুল সুপ্রিয়
বাবুলের হাতে পর্যটন দফতর ছাড়াও তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন দফতর ছিল। পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হল তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে। পর্যটনের পরিবর্তে বাবুল দেওয়া হল অচিরাচরিত শক্তি দফতর।
ইন্দ্রনীল সেন
দায়িত্ব বাড়ল পর্যটন দফতরের। আগেও তিনি ওই দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দুটি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
জ্যোতিপ্রিয় মল্লিক
জ্যোতিপ্রিয় বনমন্ত্রী ছিলেন। বনের সঙ্গে তাঁকে দায়িত্ব দেওয়া হল শিল্প পুনর্গঠন দফতরের।
প্রদীপ মজুমদার
প্রদীপ মজুমদার পঞ্চায়েতমন্ত্রী ছিলেন। এর সঙ্গে দায়িত্ব পেলেন সমবায় দফতরের।
অরূপ বিশ্বাস
অরূপ বিশ্বাসের হাতে ছিল সমবায় দফতর। তার বদলে তাঁকে দেওয়া হল খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন।
প্রসঙ্গত উত্তর দিনাজপুরের বিধায়ক গোলাম রব্বানির হাতে ছিল খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। তা গেল অরূপ রায়ের হাতে। ফলে এখন তাঁর হাতে আর কোনও দফতরই রইল না।