কলকাতা: শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার দিয়ে শুরু করে কৃষ্ণনগরে এসে শেষ হবে মুখ্যমন্ত্রীর জেলা সফর। এই সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কিছু কর্মসূচিও থাকছে তাঁর।
এর আগে, গত ডিসেম্বরে বিয়েবাড়ি উপলক্ষ্যে উত্তরবঙ্গে গেলেও সেখানে ঘুরে দেখেছেন সবকিছু মমতা। আবার জনসংযোগও করেছেন মানুষের সঙ্গে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরের কথা নিজেই জানিয়েছেন মমতা। বলেছেন, ‘‘২৮ তারিখ আমি বেরবো। শেষ করব ১ ফেব্রুয়ারি। সেটা ২ তারিখও হয়ে যেতে পারে। জেলাশাসকেরা নির্দিষ্ট সূচি জানিয়ে দেবেন।’’
জানা গিয়েছে, ২৮ তারিখ অর্থাৎ রবিবার তিনি কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। সে দিন হাসিমারায় পৌঁছে সেখানেই রাত্রিবাস করবেন। সোমবার কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে চলে যাবেন রাজ্য সরকারের উত্তরবঙ্গের সচিবালয় ‘উত্তরকন্যা’য়। সোমবার ‘উত্তরকন্যা’য় রাত্রিবাস করে মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান করবেন মমতা। তার পর একে একে বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর), মালদহ, মুর্শিদাবাদ হয়ে কৃষ্ণনগরে (নদিয়া) শেষ হবে মুখ্যমন্ত্রীর জেলা সফর।
সূত্রের খবর, এই সফরে বিভিন্ন জায়গায় কিছু প্রকল্প উদ্বোধন এবং জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্প উত্তরবঙ্গের মানুষজন সবাই পেয়েছে কিনা সেটাও সরেজমিনে খতিয়ে দেখবেন মমতা। দলীয় নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন।
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর কর্মসূচি
২৮ জানুয়ারি (রবিবার): হাসিমারায় সভা।
২৯ জানুয়ারি (সোমবার): কোচবিহার ও শিলিগুড়িতে সভা
৩০ জানুয়ারি (মঙ্গলবার): রায়গঞ্জ ও বালুরঘাটে সভা
৩১ জানুয়ারি (বুধবার): মালদহ, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে সভা
১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): শান্তিপুরে সভা