Home খবর রাজ্য রাজ্যে চালু হল আরও এক নয়া সরকারি প্রকল্প ‘মেধাশ্রী’, জানুন কারা কত...

রাজ্যে চালু হল আরও এক নয়া সরকারি প্রকল্প ‘মেধাশ্রী’, জানুন কারা কত টাকা পাবেন

0
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ার: কেন্দ্রীয় সরকার ওবিসিদের স্কলারশিপের টাকা বন্ধ করেছে। কিন্তু তা হতে দেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া একটি প্রকল্পের মাধ্যমে ওবিসিদের সেই টাকা দেবেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে এ রকমই কড়া সমালোচনা করে বৃহস্পতিবার ‘মেধাশ্রী’ প্রকল্পের (Medhashree project) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ বার থেকে রাজ্যে বসবাসকারী সমস্ত ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী) পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন।

কী এই মেধাশ্রী প্রকল্প

আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এ বার রাজ্য সরকারই ভাতা বা বৃত্তি দেবে। আর সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী রেখেছেন মেধাশ্রী। সমস্ত ওবিসি পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন।

এই নয়া প্রকল্প নিয়ে মমতা বলেন, “কেন্দ্রীয় সরকার ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু, আমরা তাদের স্কলারশিপ দেব। আমরা এ বার থেকে রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেব মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এ বার থেকে স্কলারশিপ দেওয়া হবে। এমন ভাব দেখাচ্ছে যে, ওরা টাকা দিচ্ছে। ওবিসি ছাত্রছাত্রীদের টাকা বন্ধ করেছে। তবে আমরা পাশে আছি। কারও পড়াশোনা আটকাবে না”।‌

মেধাশ্রী স্কলারশিপে কত টাকা করে পাওয়া যাবে

এ দিন মমতা বলেন, “যতটা পারব না, ততটা পারব না, কিন্তু চেষ্টার ত্রুটি থাকবে না। সব কাজ সবাই করতে পারে না, কিন্তু মানসিকতা তো থাকতে হবে। এই যে ওবিসিদের টাকা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমরা বলেছি ৮০০ টাকা করে দেব, নাম দিয়েছি মেধাশ্রী। আজ থেকে ওবিসিরা পাবেন মেধাশ্রী স্কলারশিপ”।

মুখ্যমন্ত্রীর কথায়, তফশিলি জাতি এবং উপজাতি পরিবারের মেয়েদের স্কুলছুট রুখতে এবং শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনতে চালু করা হয়েছিল শিক্ষাশ্রী প্রকল্প। এবার মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ওবিসি পড়ুয়ারাও এই সুবিধা পাবেন।

প্রসঙ্গত, এ দিন মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন। কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রের কাছে ভিক্ষে চাইতে যাব না। কত দিন এ ভাবে চলে, দেখবেন। তার পর বুঝে নেব।”

আরও পড়ুন: ‘ভিক্ষে করার লোক নই, নিজেদেরটা বুঝে নেব’, আলিপুরদুয়ারে কড়া মমতা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version