Homeখবররাজ্যরাজ্যে চালু হল আরও এক নয়া সরকারি প্রকল্প 'মেধাশ্রী', জানুন কারা কত...

রাজ্যে চালু হল আরও এক নয়া সরকারি প্রকল্প ‘মেধাশ্রী’, জানুন কারা কত টাকা পাবেন

প্রকাশিত

আলিপুরদুয়ার: কেন্দ্রীয় সরকার ওবিসিদের স্কলারশিপের টাকা বন্ধ করেছে। কিন্তু তা হতে দেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া একটি প্রকল্পের মাধ্যমে ওবিসিদের সেই টাকা দেবেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে এ রকমই কড়া সমালোচনা করে বৃহস্পতিবার ‘মেধাশ্রী’ প্রকল্পের (Medhashree project) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ বার থেকে রাজ্যে বসবাসকারী সমস্ত ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী) পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন।

কী এই মেধাশ্রী প্রকল্প

আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এ বার রাজ্য সরকারই ভাতা বা বৃত্তি দেবে। আর সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী রেখেছেন মেধাশ্রী। সমস্ত ওবিসি পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন।

এই নয়া প্রকল্প নিয়ে মমতা বলেন, “কেন্দ্রীয় সরকার ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু, আমরা তাদের স্কলারশিপ দেব। আমরা এ বার থেকে রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেব মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এ বার থেকে স্কলারশিপ দেওয়া হবে। এমন ভাব দেখাচ্ছে যে, ওরা টাকা দিচ্ছে। ওবিসি ছাত্রছাত্রীদের টাকা বন্ধ করেছে। তবে আমরা পাশে আছি। কারও পড়াশোনা আটকাবে না”।‌

মেধাশ্রী স্কলারশিপে কত টাকা করে পাওয়া যাবে

এ দিন মমতা বলেন, “যতটা পারব না, ততটা পারব না, কিন্তু চেষ্টার ত্রুটি থাকবে না। সব কাজ সবাই করতে পারে না, কিন্তু মানসিকতা তো থাকতে হবে। এই যে ওবিসিদের টাকা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমরা বলেছি ৮০০ টাকা করে দেব, নাম দিয়েছি মেধাশ্রী। আজ থেকে ওবিসিরা পাবেন মেধাশ্রী স্কলারশিপ”।

মুখ্যমন্ত্রীর কথায়, তফশিলি জাতি এবং উপজাতি পরিবারের মেয়েদের স্কুলছুট রুখতে এবং শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনতে চালু করা হয়েছিল শিক্ষাশ্রী প্রকল্প। এবার মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ওবিসি পড়ুয়ারাও এই সুবিধা পাবেন।

প্রসঙ্গত, এ দিন মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন। কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রের কাছে ভিক্ষে চাইতে যাব না। কত দিন এ ভাবে চলে, দেখবেন। তার পর বুঝে নেব।”

আরও পড়ুন: ‘ভিক্ষে করার লোক নই, নিজেদেরটা বুঝে নেব’, আলিপুরদুয়ারে কড়া মমতা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

RBI-র নতুন নিয়মে PhonePe, Paytm, Cred-এর মতো ফিনটেক অ্যাপে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা। এখন থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকেই ভাড়া মেটাতে হবে।

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।