Homeখবররাজ্যচালু হল ‘আপন বাংলা’ পোর্টাল, ভাষাদিবসে প্রবাসী বাঙালিদের উপহার মমতার

চালু হল ‘আপন বাংলা’ পোর্টাল, ভাষাদিবসে প্রবাসী বাঙালিদের উপহার মমতার

প্রকাশিত

কলকাতা: ভাষা দিবসের দিন রাজ্য সরকারের নতুন একটি পোর্টালের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখেই এই পোর্টাল চালু করল সরকার। মঙ্গলবার দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে যোগ দিয়ে ‘আপন বাংলা’ পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী।

প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কের ভাষা মঞ্চের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এবছর তাঁর উত্তরবঙ্গ সফর থাকায় দুপুরেই অনুষ্ঠান হয় তাঁর উপস্থিতিতে। কবিতা, গান, পাঠের মধ্যে দিয়ে এ দিন বাংলা ভাষার প্রতি নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেন বিশিষ্টজনরা। ছিলেন সাংস্কৃতিক, বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব।

মুখ্যমন্ত্রী বলেন, “সব ভাষা মিলেই কিন্তু আমাদের দেশ, এবং সারা পৃথিবীতে আমাদের ভাইবোনেরা ছড়িয়ে আছে। আজকে যে পোর্টালটা আমরা করলাম এটা হচ্ছে টু কমিউনিকেট, টু কানেক্ট, আমাদের প্রবাসী বাঙালিদের জন্য এবং বাংলার প্রবাসে যারা থাকে, বিভিন্ন বিপদে আপদে পড়ে, তারা বাংলার অনেক কিছু জানতে চায়,যোগাযোগ করতে চায়। তাই তাদের জন্য এই পোর্টাল”।

এর পর নিজের বক্তব্য সংক্ষিপ্ত করে ‘আপন বাংলা’ পোর্টাল চালু করেন। এই পোর্টালে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও প্রাক্তন স্কুল, কলেজের বিষয় জানতে পারবেন প্রবাসী বাঙালিরা। এছাড়া থাকছে পরামর্শ দেওয়া কিংবা অভিযোগ জানানোর আলাদা সেল। থাকবে বিনিয়োগ সংক্রান্ত তথ্যও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, কলকাতা চলচ্চিত্র উৎসব কিংবা বইমেলার মতো বড় অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ‘আপন বাংলা’ পোর্টালে। এই অনলাইন পোর্টালটি সবসময়ের জন্য নজর রাখবে রাজ্য সরকারে একটি আলাদা সেল।

পোর্টালটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “আপন বাংলা পোর্টাল’, প্রবাসী বাঙালি ও বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী বাঙালিদের বিদেশের মাটিতে বসে পশ্চিমবঙ্গকে দেখার ও বোঝার জন্য ই প্ল্যাটফর্ম নির্ভর সেবার এক অনবদ্য প্রচেষ্টা। এই আপন বাংলা পরিষেবা অনলাইনে পাওয়া যাবে www.aponbangla.wb.gov.in ওয়েবসাইটে”।

আরও পড়ুন: মাধ্যমিক শুরুর দিনই পাহাড়ে বন্‌ধের ডাক, চিন্তায় পরীক্ষার্থীরা

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন। চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, যা ২০২৫ সালে এক লক্ষ টাকায় পৌঁছাবে। বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশের কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়  

খবর অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে কোনো অসহায় মানুষ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?