Homeখবররাজ্যরাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ও উত্তাল পরিস্থিতির মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ঘোষণা করলেন, রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হচ্ছে। তিনি আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা সরাসরি জানালেন স্বাস্থ্য ভবনের সামনে চলমান জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে উপস্থিত হয়ে। এই পদক্ষেপ সাম্প্রতিক আরজি কর-কাণ্ডের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, যেখানে একাধিক অভিযোগ উঠেছে হাসপাতালের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে।

জুনিয়র ডাক্তাররা গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে পাঁচ দফা দাবিতে অবস্থান করছেন। আন্দোলনের মাঝে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার প্রস্তাব থাকলেও, তা ভেস্তে যায়। শনিবার মুখ্যমন্ত্রী নিজেই আন্দোলনস্থলে উপস্থিত হন এবং জানান, ‘‘আমি আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। পাশাপাশি, রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর নবান্নে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে মমতা রোগী কল্যাণ সমিতি নিয়ে কিছু প্রস্তাব দিয়েছিলেন। তিনি জানান, হাসপাতালের অধ্যক্ষকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসানোর প্রস্তাব করা হয়েছিল। বর্তমানে স্থানীয় বিধায়ক বা সাংসদ এই পদে থাকেন। আরজি কর হাসপাতালে এই পদে ছিলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, যার বাড়িতে সম্প্রতি সিবিআই হানা দিয়েছিল।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মমতা আরও প্রস্তাব দিয়েছিলেন, অধ্যক্ষের সঙ্গে এক জন সিনিয়র ডাক্তার, এক জন জুনিয়র ডাক্তার, এক জন নার্স, স্থানীয় বিধায়ক এবং স্থানীয় থানার আইসিকে রোগী কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত করা হোক। তবে এই প্রস্তাব গৃহীত হওয়ার আগেই রোগী কল্যাণ সমিতি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদক্ষেপের ফলে রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে গঠন হবে এবং এতে স্বচ্ছতা বজায় রাখতে নতুন উদ্যোগ নেওয়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।