Homeখবররাজ্যমুখ্যমন্ত্রীর চিকিৎসকদের সঙ্গে বৈঠক, রোগী পরিষেবা ব্যাহত হবে কি? প্রশ্ন তুললেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীর চিকিৎসকদের সঙ্গে বৈঠক, রোগী পরিষেবা ব্যাহত হবে কি? প্রশ্ন তুললেন শুভেন্দু

প্রকাশিত

রাজ্যের চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই সভা, যেখানে উপস্থিত থাকবেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা এবং মেডিক্যাল ছাত্রছাত্রীরা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই বৈঠকে চিকিৎসকদের পেশাগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর প্রশ্ন, এত চিকিৎসক সভায় অংশ নিলে সেদিন রোগী পরিষেবা কীভাবে বজায় থাকবে?

রবিবার এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। তিনি লেখেন, “পুরুলিয়া থেকে আলিপুরদুয়ার— সমস্ত জেলা থেকে চিকিৎসকদের ধনধান্য প্রেক্ষাগৃহে ডাকা হয়েছে। একসঙ্গে ৬৭৫ জন চিকিৎসককে পরিষেবা থেকে সরিয়ে নিলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কীভাবে ব্যাহত হবে না?” তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী এই সভায় চিকিৎসকদের উদ্দেশ্যে রাজনৈতিক ভাষণ দেবেন।

এই সভার আগে রাজ্য সরকার বেশ কিছু প্রস্তুতি নিয়েছে। সরকারি গ্রিভান্স সেলের সদস্যরা বিভিন্ন মেডিক্যাল কলেজে গিয়ে চিকিৎসকদের সমস্যা শুনেছেন। তবে জুনিয়র ডাক্তারদের একটি সংগঠন— ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা সভায় যোগ দেবে না। সংগঠনের তরফে জানানো হয়েছে, আরজি করের ঘটনার পরেও তাঁদের দাবিদাওয়া এখনও পূরণ হয়নি।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় রাজ্যে তীব্র আলোড়ন ছড়ায়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি নিয়ে বিতর্ক শুরু হয়। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে শুভেন্দু অধিকারীর প্রশ্ন ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এখন দেখার, মুখ্যমন্ত্রীর এই সভায় স্বাস্থ্য পরিষেবা চালু রাখতে কী পরিকল্পনা করে রাজ্য সরকার।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।