Homeখবররাজ্য'স্কুলে ফিরুন', বললেন মমতা, আন্দোলনে অনড় চাকরিহারারা

‘স্কুলে ফিরুন’, বললেন মমতা, আন্দোলনে অনড় চাকরিহারারা

প্রকাশিত

‘যাঁরা চাকরি ফিরে পেয়েছেন, তাঁরা নিশ্চিন্তে স্কুলে ফিরে যান’, এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠের প্রশাসনিক সভা থেকে তিনি সাফ জানিয়ে দেন, আন্দোলন নয়, কর্মস্থলে ফিরে গিয়ে ক্লাস করাই এখন বেশি জরুরি। একই সঙ্গে তিনি বলেন, “গরমে বসে থাকবেন না। বেতনের চিন্তা করবেন না। সরকার বেতন দেবে, যারা আপনাদের উস্কানি দিচ্ছে, তারা কিছু দেবে না।”

প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আপনাদের চাকরি গিয়েছিল সুপ্রিম কোর্টে। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। গ্রুপ সি-ডি নিয়েও দরকার হলে ফের রিভিউ করব। আমাদের ওপর বিশ্বাস রাখুন। যারা চাকরি ফিরিয়েছে, তাদের ওপর আস্থা রাখুন— যারা চাকরি কেড়ে নিয়েছে, তাদের নয়।”

এই ইস্যুতেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। নাম না করে বিজেপিকে বিঁধে বললেন, “বাংলায় কিছু লোক বসে আছে, চাকরি খাওয়ার জন্য। জনগণের কোনও কাজ করে না, শুধু কোর্টে গিয়ে পিআইএল করে। চাকরি আমরা দিচ্ছি আর ওরা চাকরি খাচ্ছে! এর দায় কোর্টের নয়।”

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বলেন, “মুখ্যমন্ত্রী পূর্ণভাবে আন্দোলনকারীদের পাশে রয়েছেন। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, আমরা রিভিউ করছি।” যদিও আন্দোলনরত চাকরিহারারা যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ না হওয়ায় এসএসসি ভবনের সামনে সোমবার সন্ধ্যা থেকে অবস্থানে অনড়। যদিও কমিশন একটি বিবৃতি দিলেও, তাতে তালিকা প্রকাশ নিয়ে কিছু উল্লেখ ছিল না।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন ‘জুটা’ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “সরকার যোগ্য-অযোগ্য গুলিয়ে দিতে চাইছে, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। অবিলম্বে তালিকা প্রকাশ করা উচিত।”

এদিকে এসএসসি ভবনে সোমবার থেকে আটকে রয়েছেন কমিশনের চেয়ারম্যান-সহ আধিকারিকেরা। সোমবার রাতে আন্দোলনকারীদের একাংশ ভবনের ভিতরে খাবার পাঠাতে দেননি। পরে অবশ্য পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয় এবং খাবার প্রবেশ করতে দেয় আন্দোলনকারীরা।

বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার জানান, শান্তিপূর্ণ প্রতিবাদে আপত্তি নেই, তবে পুলিশকে কর্তব্য পালনে বাধা দেওয়া চলবে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।