Homeরাজ্যদঃ ২৪ পরগনা'বাংলাকে বদনাম করার চেষ্টা', বন্দে ভারত নিয়ে মুখ খুললেন মমতা

‘বাংলাকে বদনাম করার চেষ্টা’, বন্দে ভারত নিয়ে মুখ খুললেন মমতা

প্রকাশিত

গঙ্গারামপুর : ‘বন্দে ভারতে’ পাথর ছোঁড়া ইস্যু নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গাসাগরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়। এই অপচেষ্টার কড়া নিন্দা করছি। বন্দে ভারতে পাথর ছুঁড়ে বাংলাকে বদনামের চেষ্টা করা হয়েছে। যারা ভুয়ো খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে”। তিনি আরও বলেন, “বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতান্ত্রিক ক্ষোভ থাকলে তারা একটা ঘটনা ঘটিয়েও থাকলে তাদের তো অপমান করা যায় না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার আছে। ক্ষমতায় বিজেপি সরকার না খাকলে কি পাওয়ার অধিকার নেই?”

এরপরই রাজ্যেকে বঞ্চনা নিয়ে সরব হন বাংলার প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, “বন্দে ভারত তো পুরনো ট্রেনকে রং করে চালিয়ে দিয়েছে। গত ১১ বছরে রাজ্যকে একটা নতুন ট্রেনও দেয়নি। বরং বহু ট্রেন বন্ধ করে দিয়েছে।”

যাত্রা শুরুর দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আক্রান্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রথম দিন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার পথে মালদার কুমারগঞ্জে আক্রান্ত হয় সেমি হাই স্পিড এই ট্রেন। এবং দ্বিতীয় দিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে আক্রান্ত হয় ট্রেন। অভিযোগ উঠেছিল নিউ জলপাইগুড়িতে ছোঁড়া হয়েছে পাথর। কিন্তু সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর জানা যায় নিউ জলপাইগুড়ি নয় বিহার থেকে ছোঁড়া হয়েছিল পাথর। এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে শাসকদল।

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে আপাতত সামান্য ঝড়বৃষ্টি, গরম বাড়লেও তাপপ্রবাহ নয়

দক্ষিণবঙ্গে আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে কমবে বৃষ্টি, বাড়বে গরম। ৩০ এপ্রিলের পর আবার ফিরবে ঝড়বৃষ্টি।

নির্মাণ ও পরিবহণ শ্রমিকদের জন্য অনলাইনেই পেনশন আবেদন, রাজ্যে চালু নতুন প্রক্রিয়া

রাজ্যের অসংগঠিত নির্মাণ ও পরিবহণ শ্রমিকরা এবার থেকে অনলাইনে আবেদন করেই পেতে পারেন পেনশন। একমাসেই মিলবে সুবিধা।

মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের উঠতে আর বাধা নেই, শিয়ালদহ ডিভিশনে বড় সিদ্ধান্ত রেলের

শিয়ালদহ ডিভিশনের মাতৃভূমি লোকাল ট্রেনে এবার পুরুষরাও উঠতে পারবেন। ভিড় কমায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কামরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে