কলকাতা: মঙ্গলবার (৭ মার্চ) দোল। সে জন্য শিয়ালদহ ডিভিশনে বাতিল বহু লোকাল ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখার বহু ট্রেন।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দোলের দিন শিয়ালদহ মেইন শাখাতেই বাতিল করা হয়েছে ১০৫টি ট্রেন। বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে ৩৩টি ট্রেন। হাসনাবাদ শাখাতেও বাতিল হয়েছে ১৭টি ট্রেন। ডানকুনি শাখাতেও ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বাতিল থাকছে ৬২টি লোকাল ট্রেন।
রেল সূত্রে খবর, অন্যান্য দিনের তুলনায় দোলে লোকাল ট্রেনে একেবারেই ভিড়ের চাপ থাকে না। ট্রেন ফাঁকা থাকে। বিশেষত সকালের দিকে লোকাল ট্রেনে যাত্রীর সংখ্যা খুব কম হয়। সে জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
এ ছাড়াও দোলের আগেই শিয়ালদহ-বজবজ শাখায় শনিবার/রবিবার কয়েকটি ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, টালিগঞ্জ এবং নিউ আলিপুরের মধ্যে একটি ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।
আরও পড়ুন: প্রয়াত ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়