কলকাতা: সোমবার থেকে রাজ্যে শুরু হল হাম ও রুবেলার টিকাকরণ। ৯ মাস থেকে ১৫ বছর বয়সিদের এই টিকা দেওয়া হবে। টিকাকরণ চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
শিশু ও কিশোরদের ক্ষেত্রে হাম এবং রুবেলা খুবই বিপজ্জনক অসুখ। সঠিক সময় চিকিৎসা করাতে না পারলে এই রোগে মৃত্যুও হতে পারে। তাই টিকা দিয়েই এই রোগগুলিকে প্রতিরোধ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে স্বাস্থ্যভবন। ফাইল ছবি
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, এখনও পর্যন্ত ভারতে হাম ও রুবেলা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে ৮৯ শতাংশ শিশু এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৮২ শতাংশ। এর ফলে স্বাভাবিকভাবেই রোগ বৃদ্ধির আশঙ্কা বেড়ে গিয়েছে। সংগৃহীত ছবি
কেউ যাতে টিকাকরণ থেকে বাদ না যায় সে জন্য নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্যভবন। পাশাপাশি, হাম ও রুবেলা নিয়ে প্রচার চালাতে হবে স্কুলগুলিতে। স্বাস্থ্যকর্মী, আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন কেন হাম ও রুবেলার টিকাকরণ জরুরি। সংগৃহীত ছবি
এই টিকাকরণ কর্মসূচির জন্য ভ্যাকসিনের গত মাসেই ১ কোটি ডোজ পৌঁছেছে রাজ্যে। মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়েছে বাগবাজারের সেন্ট্রাল ভ্যাকসিন স্টোরে। ধাপে ধাপে আসবে ভ্যাকসিনের বাকি ডোজ। সংগৃহীত ছবি
কলকাতায় যেমন এই টিকাকরণ কর্মসূচিতে উৎসাহ দিতে এগিয়ে এসেছেন মেয়র ফিরহাদ হাকিম ,তেমনই গ্রামীণ জেলাগুলিতে সাংসদ, বিধায়ক, মন্ত্রী, জেলা সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ বিশিষ্টজনেদের সামিল করতে বলা হয়েছে। ছবি: রাজীব বসু
টিকা নেওয়ার পর জ্বর, ব্যথার মতো কিছু স্বাভাবিক উপসর্গ দেখা দেয়। উপসর্গ দেখা গেলে গ্রামীণ চিকিৎসকেরাই শিশুদের প্রাথমিক চিকিৎসা করবেন। প্রাথমিক চিকিৎসার পর কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে শিশুদের পাঠিয়ে দিতে হবে। ছবি: রাজীব বসু
২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।