Homeখবররাজ্যহেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

প্রকাশিত

হেমন্তই বার্তা দিচ্ছে শীত আর বেশি দূরে নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলা এখনই মিলছে হালকা শীতের অনুভূতি। তার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উত্তর ও দক্ষিণ— দুই ভাগেই আপাতত থাকবে শুকনো আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালে হালকা শিরশিরে হাওয়া আরও স্পষ্ট হতে পারে। পরবর্তী তিন দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা জারি হয়েছে শনিবারের জন্য। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এর ফলে সকালের দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও আগামী দু’দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে, তার পরের তিন দিনে তেমন কোনও হেরফের হবে না।

কলকাতার তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম।আবহাওয়াবিদদের মতে, যদি আগামী দু’দিনে আরও কয়েক ডিগ্রি পারদ নামে, তাহলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়ে শীতের আনুষ্ঠানিক সূচনা হতে পারে। তবে এখনও পর্যন্ত উত্তুরে হাওয়া প্রবেশ নিয়ে কোনও ঘোষণা করেনি আলিপুর আবহাওয়া দফতর।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাণিজ্যিক অংশীদার খুঁজে পেল না এআইএফএফ, অনিশ্চয়তায় আইএসএলের ভবিষ্যৎ

খবর অনলাইন ডেস্ক: ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল, ISL) ভবিষ্যৎ নিয়ে...

কফ সিরাপ কাণ্ডের জের: কঠোর নির্দেশ কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রকের! জানুয়ারির মধ্যে হু-এর মান মেনে চলতে হবে সব ওষুধ সংস্থাকে

টক্সিক কফ সিরাপে শিশু মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। জানুয়ারির মধ্যে সব ওষুধ কারখানাকে আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদনে নির্দেশ। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা।

‘একমাত্র প্রেম’-এর মৃত্যুতারিখেই প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী-গায়িকা

মুম্বই: দিনটা একই – ৬ নভেম্বর। মাঝখানে কেটে গিয়েছে ৪০টা বছর। ঠিক সেই দিনটিতেই...

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি   

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। ওই দিন মুখ্যমন্ত্রী...

আরও পড়ুন

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।