Home খেলাধুলো আইপিএল কেরিয়ারের শেষ পর্ব এটাই! অবসরের জল্পনা উসকে দিলেন এমএস ধোনি

কেরিয়ারের শেষ পর্ব এটাই! অবসরের জল্পনা উসকে দিলেন এমএস ধোনি

0

তিনি “নিজের কেরিয়ারের শেষ পর্যায়ে” রয়েছেন। এমনটাই বলছেন চেন্নাই সুপার কিংস (CSK)-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আত্মবিশ্বাসকে শক্তিশালী করে আইপিএল (IPL)-এর ১৬তম সংস্করণে নিজের উপস্থিতি উজ্জ্বল করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তাক লাগিয়ে দিয়েছে ধোনির দল। নিউজিল্যান্ডের ক্রিকেটার ডেভন কনওয়ে এই আইপিএল মরশুমে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরি করেছেন এবং রবীন্দ্র জাডেজা তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

নিজের দল ম্যাচ জেতার পর ধোনি বলেন, “এটাই আমার কেরিয়ারের শেষ পর্ব, সে আমি যতদিনই খেলি না কেন।” এই বক্তব্য় নিয়েই সোরগোল। ধোনি কি অবসর নিচ্ছেন? যদিও চিত্রটা পরিষ্কার হল না। এটাই শেষ মরশুম এটুকু ধরে নেওয়া যায়। কথা বলতে বলতে থেমে যাচ্ছিলেন মাহি।

তবে ধোনি স্পষ্ট করে জানাননি এটাই আইপিএল-এ তাঁর শেষ মরশুম কি না। ভক্তদের আবেগে ভেসে তিনি বলেন, “দর্শকরা আমাকে অনেক স্নেহ ও ভালবাসা দিয়েছেন। তারা সবসময় আমার কথা শোনার জন্য ম্যাচ শেষ হওয়ার পরেও অনেক রাত পর্যন্ত মাঠে থাকে। দু’বছর পর এখানে এসে ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন ভক্তরা। এখানে এসে ভালো লাগছে। আমি যতদিন খেলি না কেন। এটা উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ।”

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। এর পর আইপিএল থেকে তাঁর অবসর নিয়েও দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। তবে শুক্রবার রাতে ম্যাচের পর সাক্ষাৎকারে ধোনি বলেন, “যত বুড়ো হবে, ততই অভিজ্ঞতা বাড়বে, সবাই তো আর সচিন তেন্ডুলকর নন যিনি ১৫-১৬ বছর বয়সেই অভিজ্ঞতা সঞ্চার করবে। আমি এ বার বুড়ো হচ্ছি, এটা লুকনোর জায়গা নেই।”

আরও পড়ুন: ডেভন কনওয়ে, রবীন্দ্র জাডেজার দাপটে চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হার হায়দরাবাদের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version