Homeখবররাজ্যবিদায়ের পথে বর্ষা, শেষবেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, কোন কোন জেলায়?

বিদায়ের পথে বর্ষা, শেষবেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, কোন কোন জেলায়?

প্রকাশিত

রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের গোড়ায় বর্ষা বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। তবে বিদায়ের আগে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্থানীয় ভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও নামতে পারে। হাওয়া অফিসের মতে, এই বৃষ্টি সাময়িক জলমগ্নতা তৈরি করতে পারে কিছু এলাকায়।

তবে বৃষ্টি হলেও আরাম মিলবে না খুব একটা। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকবে। ফলে গরম এবং ঘামজ্বালা অস্বস্তি অব্যাহত থাকবে। বিশেষ করে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে দফতর।

উত্তরবঙ্গের আট জেলায় — দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ — হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিও হবে বিক্ষিপ্ত ভাবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত এই ধরণের আবহাওয়া বজায় থাকতে পারে। তারপর থেকেই ক্রমশ পরিষ্কার আকাশ ও শুষ্ক বাতাস বইতে শুরু করবে, যা বর্ষা বিদায়ের নিশ্চিত ইঙ্গিত দেবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

আরও পড়ুন

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

নেদারল্যান্ডসের সহায়তায় রাজ্যে ২ বিশেষ ফুলচাষ কেন্দ্র! নদিয়া ও দার্জিলিংয়ে গড়ে উঠছে ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স

রাজ্যের ফুলচাষে নতুন দিগন্ত! নেদারল্যান্ডসের সহায়তায় নদিয়ার আয়েশপুর ও দার্জিলিংয়ের মংপুতে গড়ে উঠছে ২টি ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন রাজ্যের ফুলচাষীরা।

কাগজ না থাকলেই নাম কাটা নয়, কী করতে হবে বিএলও-দের জানিয়ে দিল নির্বাচন কমিশন

ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। হাতে কাগজ বা প্রমাণপত্র না থাকলেও...