রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের গোড়ায় বর্ষা বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। তবে বিদায়ের আগে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্থানীয় ভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও নামতে পারে। হাওয়া অফিসের মতে, এই বৃষ্টি সাময়িক জলমগ্নতা তৈরি করতে পারে কিছু এলাকায়।
তবে বৃষ্টি হলেও আরাম মিলবে না খুব একটা। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকবে। ফলে গরম এবং ঘামজ্বালা অস্বস্তি অব্যাহত থাকবে। বিশেষ করে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে দফতর।
উত্তরবঙ্গের আট জেলায় — দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ — হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিও হবে বিক্ষিপ্ত ভাবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত এই ধরণের আবহাওয়া বজায় থাকতে পারে। তারপর থেকেই ক্রমশ পরিষ্কার আকাশ ও শুষ্ক বাতাস বইতে শুরু করবে, যা বর্ষা বিদায়ের নিশ্চিত ইঙ্গিত দেবে।