Homeখবররাজ্যবারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

বারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

প্রকাশিত

বারাণসী-কলকাতা আর্থিক করিডর (এক্সপ্রেসওয়ে) প্রকল্পের জন্য তৎতপরতা শুরু করল রাজ্য। সূত্রের খবর, নবান্ন থেকে ইতিমধ্যেই ছটি জেলাকে জমি অধিগ্রহণের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বারাণসী-কলকাতা সড়কটি এ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার মধ্যে দিয়ে যাবে।

২০২১ সালে এই প্রকল্পটি গৃহীত হয়। বারাণসী থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে রাজ্য এই সড়কটির প্রবেশ করবে। ইতিমধ্যেই অন্য সব রাজ্য জমি অধিগ্রহণ প্রায় শেষ পর্বে চলে গেলেও রাজ্য এখনও এনিয়ে পিছিয়ে।

সম্প্রতি নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমি নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রসঙ্গত, ২০২৬-এর মধ্যে এই প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র।

জোর করে জমি অধিগ্রহণ করা হবে না, জমি নেওয়া হবে পূর্ণসম্মতির ভিত্তিতে, এই ঘোষণা করেন রাজ্য ক্ষমতা এসেছে তৃণমূল সরকার। তাই জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারের এই নীতি প্রকল্পের গতিকে কিছুটা শ্লথ করে।

সড়ক সম্প্রসারণে বরাদ্দ বেড়েছে

তবে প্রশাসনিক কর্তাদের দাবি, জমি অধিগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ করছে সরকার ফলে কেন্দ্রও সড়ক সম্প্রসারণের জন্য রাজ্যের বরাদ্দ বৃদ্ধি করেছে।

যেখানে সড়ক তৈরি এবং সম্প্রসারণের খাতে ২০১৮-১৯ সালে ১৫৩ কোটি থেকে এ রাজ্যের ভাগে বরাদ্দ বেড়ে ২০২২-২৩ সালে পৌঁছেছে ২৩০৬ কোটিতে। বরাদ্দ বেড়েছে রক্ষণাবেক্ষণ খাতে।

তাই রাজ্যও চাইছে না কলকাতা-বারাণসী সড়ক পরিকাঠামোর মতো বড় প্রকল্পে আর দেরি হোক। জেলার এক প্রশাসনিক কর্তা জানিয়েছে, খুব শীঘ্রই এ নিয়ে নির্দেশনামা জারি হবে।

সাম্প্রতিকতম

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...