বারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

0

বারাণসী-কলকাতা আর্থিক করিডর (এক্সপ্রেসওয়ে) প্রকল্পের জন্য তৎতপরতা শুরু করল রাজ্য। সূত্রের খবর, নবান্ন থেকে ইতিমধ্যেই ছটি জেলাকে জমি অধিগ্রহণের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বারাণসী-কলকাতা সড়কটি এ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার মধ্যে দিয়ে যাবে।

২০২১ সালে এই প্রকল্পটি গৃহীত হয়। বারাণসী থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে রাজ্য এই সড়কটির প্রবেশ করবে। ইতিমধ্যেই অন্য সব রাজ্য জমি অধিগ্রহণ প্রায় শেষ পর্বে চলে গেলেও রাজ্য এখনও এনিয়ে পিছিয়ে।

সম্প্রতি নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমি নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রসঙ্গত, ২০২৬-এর মধ্যে এই প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র।

জোর করে জমি অধিগ্রহণ করা হবে না, জমি নেওয়া হবে পূর্ণসম্মতির ভিত্তিতে, এই ঘোষণা করেন রাজ্য ক্ষমতা এসেছে তৃণমূল সরকার। তাই জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারের এই নীতি প্রকল্পের গতিকে কিছুটা শ্লথ করে।

সড়ক সম্প্রসারণে বরাদ্দ বেড়েছে

তবে প্রশাসনিক কর্তাদের দাবি, জমি অধিগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ করছে সরকার ফলে কেন্দ্রও সড়ক সম্প্রসারণের জন্য রাজ্যের বরাদ্দ বৃদ্ধি করেছে।

যেখানে সড়ক তৈরি এবং সম্প্রসারণের খাতে ২০১৮-১৯ সালে ১৫৩ কোটি থেকে এ রাজ্যের ভাগে বরাদ্দ বেড়ে ২০২২-২৩ সালে পৌঁছেছে ২৩০৬ কোটিতে। বরাদ্দ বেড়েছে রক্ষণাবেক্ষণ খাতে।

তাই রাজ্যও চাইছে না কলকাতা-বারাণসী সড়ক পরিকাঠামোর মতো বড় প্রকল্পে আর দেরি হোক। জেলার এক প্রশাসনিক কর্তা জানিয়েছে, খুব শীঘ্রই এ নিয়ে নির্দেশনামা জারি হবে।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.