বাংলাদেশি সন্দেহে এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রামে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জখম কৃষক রফিকুল মোল্লা চাপড়া থানায় বিএসএফের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হাটখোলা গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন রফিকুল। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক।
রফিকুলের অভিযোগ, “চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ কয়েকজন বিএসএফ জওয়ান এসে আমাকে জোর করে তুলে নিয়ে যায়। একটা জায়গায় অনেকক্ষণ বসিয়ে রেখে বাংলাদেশি সন্দেহে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আমি প্রতিবাদ করতেই মারধর শুরু হয়। এমনকি পায়ে শিকল বেঁধেও মারা হয় আমাকে।”
এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, সীমান্তরক্ষী বাহিনী সাধারণ গ্রামবাসীদের উপর এমন অমানবিক আচরণ করছে, যা মেনে নেওয়া যায় না।
আহত রফিকুল মোল্লা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
থানার সূত্রে খবর, রফিকুল লিখিত অভিযোগ দায়ের করেছেন চাপড়া থানায়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এই অভিযোগ নিয়ে বিএসএফের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া (SIR) চলাকালীন সময়ে এই ধরনের ঘটনাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গিয়েছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us