Homeরাজ্যনদিয়াস্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, নদিয়ার কল্যাণীতে গ্রেফতার ৮

স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, নদিয়ার কল্যাণীতে গ্রেফতার ৮

প্রকাশিত

নদিয়ার কল্যাণীতে স্বামীর সামনে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের নিচে। অভিযোগ, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল এবং তারা মহিলাকে কল্যাণী রেল সেতুর নিচে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

বুধবার সকালে নির্যাতিতা ও তাঁর পরিবার কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। দ্রুত তদন্তে নামে পুলিশ এবং কাঁচরাপাড়া থেকে চার জনকে গ্রেফতার করে, যাদের জিজ্ঞাসাবাদের পর আরও চার জনকে আটক করা হয়। ধৃতদের এদিন আদালতে পেশ করে পুলিশ তাদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার স্বামী লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, তাঁরা ভোরবেলা সেতু দিয়ে ফেরার পথে কিছু দুষ্কৃতী তাঁদের উপর আক্রমণ করে। মহিলাকে টেনে সেতুর নিচে নিয়ে যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশি তদন্তে সাহায্যের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রমাণ সংগ্রহ করে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে ভাঙা চুড়ি এবং টিফিন বাক্স সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।

ফরেন্সিক বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ জানিয়েছেন, “গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে এবং তদন্তে সহায়ক হবে।”

প্রসঙ্গত, এমনিতে আরজি কর হাসপাতালে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ ও খুনের ঘটনার তোলপাড় হয় রাজ্য। দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে এখনও। এরই মধ্যে এ বার গণধর্ষণের অভিযোগে উত্তাল চাঞ্চল্য ছড়াল নদিয়ার কল্যাণীতে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

বুথের ভিতরে-বাইরে ওয়েব কাস্টিং, কালীগঞ্জের ভোট প্রক্রিয়াকে রোল মডেল করছে নির্বাচন কমিশন

কালীগঞ্জ উপনির্বাচনে নির্বাচন কমিশনের নজিরবিহীন নজরদারি ব্যবস্থাই এবার থেকে দেশজুড়ে সমস্ত ভোটের রোল মডেল। বুথের ভিতর ও বাইরে ১০০% ওয়েবকাস্টিং চালু হচ্ছে।

৩০০ বছরের রীতি ভেঙে নদিয়ার শিবমন্দিরে প্রবেশ তফসিলিদের, হাইকোর্টের নির্দেশে পুলিশের প্রহরায় পুজো

৩০০ বছরের প্রথা ভেঙে নদিয়ার বৈরামপুরের শিবমন্দিরে প্রবেশ করলেন তফসিলি সম্প্রদায়ের মানুষ। হাইকোর্টের নির্দেশে পুলিশের প্রহরায় মন্দিরে পুজো দিলেন তাঁরা।

কল্যাণী বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক, মোবাইল লোকেশন ধরে পুলিশের অভিযান

নদিয়ার কল্যাণীতে বিস্ফোরণের পর গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।