Homeরাজ্যনদিয়াস্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, নদিয়ার কল্যাণীতে গ্রেফতার ৮

স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, নদিয়ার কল্যাণীতে গ্রেফতার ৮

প্রকাশিত

নদিয়ার কল্যাণীতে স্বামীর সামনে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের নিচে। অভিযোগ, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল এবং তারা মহিলাকে কল্যাণী রেল সেতুর নিচে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

বুধবার সকালে নির্যাতিতা ও তাঁর পরিবার কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। দ্রুত তদন্তে নামে পুলিশ এবং কাঁচরাপাড়া থেকে চার জনকে গ্রেফতার করে, যাদের জিজ্ঞাসাবাদের পর আরও চার জনকে আটক করা হয়। ধৃতদের এদিন আদালতে পেশ করে পুলিশ তাদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার স্বামী লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, তাঁরা ভোরবেলা সেতু দিয়ে ফেরার পথে কিছু দুষ্কৃতী তাঁদের উপর আক্রমণ করে। মহিলাকে টেনে সেতুর নিচে নিয়ে যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশি তদন্তে সাহায্যের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রমাণ সংগ্রহ করে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে ভাঙা চুড়ি এবং টিফিন বাক্স সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।

ফরেন্সিক বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ জানিয়েছেন, “গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে এবং তদন্তে সহায়ক হবে।”

প্রসঙ্গত, এমনিতে আরজি কর হাসপাতালে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ ও খুনের ঘটনার তোলপাড় হয় রাজ্য। দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে এখনও। এরই মধ্যে এ বার গণধর্ষণের অভিযোগে উত্তাল চাঞ্চল্য ছড়াল নদিয়ার কল্যাণীতে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বুথের ভিতরে-বাইরে ওয়েব কাস্টিং, কালীগঞ্জের ভোট প্রক্রিয়াকে রোল মডেল করছে নির্বাচন কমিশন

কালীগঞ্জ উপনির্বাচনে নির্বাচন কমিশনের নজিরবিহীন নজরদারি ব্যবস্থাই এবার থেকে দেশজুড়ে সমস্ত ভোটের রোল মডেল। বুথের ভিতর ও বাইরে ১০০% ওয়েবকাস্টিং চালু হচ্ছে।

৩০০ বছরের রীতি ভেঙে নদিয়ার শিবমন্দিরে প্রবেশ তফসিলিদের, হাইকোর্টের নির্দেশে পুলিশের প্রহরায় পুজো

৩০০ বছরের প্রথা ভেঙে নদিয়ার বৈরামপুরের শিবমন্দিরে প্রবেশ করলেন তফসিলি সম্প্রদায়ের মানুষ। হাইকোর্টের নির্দেশে পুলিশের প্রহরায় মন্দিরে পুজো দিলেন তাঁরা।

কল্যাণী বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক, মোবাইল লোকেশন ধরে পুলিশের অভিযান

নদিয়ার কল্যাণীতে বিস্ফোরণের পর গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসের। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।