Homeখবররাজ্যনেপালে উত্তেজনা, ইন্দো-নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা; মমতার নির্দেশে জরুরি বৈঠক

নেপালে উত্তেজনা, ইন্দো-নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা; মমতার নির্দেশে জরুরি বৈঠক

প্রকাশিত

নেপালে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের জেরে সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্দেশ দেন সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য। সেই নির্দেশ মেনে উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব, দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ এবং এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট যোগেশকুমার সিংহ জরুরি বৈঠকে বসেন।

সূত্রের খবর, ওই বৈঠকে সীমান্ত রক্ষার একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। মেচি নদী সংলগ্ন এলাকাকে ঘিরে অতিরিক্ত এসএসবি জওয়ান মোতায়েন করা হয়েছে। সীমান্ত ঘেঁষা প্রতিটি থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। গোয়েন্দা বিভাগকেও সক্রিয় করা হয়েছে, যাতে নেপালের দিক থেকে আসা যে কোনও তথ্য দ্রুত পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। পরবর্তী সময়ে রাজ্যের পুলিশমন্ত্রী হিসেবে তাঁর নির্দেশেই উত্তরবঙ্গের আইজি সরেজমিনে সীমান্ত এলাকা পরিদর্শনে যান এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেন।

আইজি রাজেশকুমার যাদব জানিয়েছেন, “এখনও পর্যন্ত ভারতের দিকে কোনও অশান্তির খবর নেই। তবে আমরা সতর্ক রয়েছি। এসএসবি-র সঙ্গে সহযোগিতা করে কাজ চলছে। সীমান্ত সংলগ্ন থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। গোয়েন্দা বিভাগকেও সক্রিয় করা হয়েছে।”

প্রসঙ্গত, নেপালে বিক্ষোভকারীরা কাস্টমস ও অভিবাসন কার্যালয়ে হামলা চালানোর পর সাময়িকভাবে সীমান্ত পারাপার বন্ধ রাখা হয়েছে। প্রশাসন স্পষ্ট করেছে, নেপালের আন্দোলনকে হাতিয়ার করে যেন কোনও অনুপ্রবেশকারী ভারতে ঢুকতে না পারে, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

আরও পড়ুন

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কবে, কোথায় আছড়ে পড়বে? পশ্চিমবঙ্গে কী প্রভাব?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। বাংলায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।