Homeখবররাজ্যআর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক

প্রকাশিত

আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আবারও ‘রাত দখল’-এর ডাক দিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিমঝিম সিংহরা। আগামী রবিবার, ৮ সেপ্টেম্বর রাত ১১টা থেকে শুরু হবে এই কর্মসূচি। এর আগে গত ১৪ আগস্ট এই একই দাবিতে রিমঝিমের ডাকে অগণিত নারী ও পুরুষ রাজপথে নেমেছিলেন। এবারও ‘রাত দখল’ আন্দোলনে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে রিমঝিম বলেন, “শাসকের ঘুম ভাঙাতে নতুন ভোরের গান গাইতে হবে।” তিনি আরও বলেন, “গুপী গাইন বাঘা বাইন ছবির মতো আমরা শাসকদের ঘুম ভাঙাতে চাই।” এই কর্মসূচিতে মূলত ব্যান্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সন্দীপের আর্জি খারিজ, আরজি করে দুর্নীতি তদন্ত সিবিআইকেই চালিয়ে যেতে বলল সুপ্রিম কোর্ট

গত ৮ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর, এই ঘটনার প্রতিবাদে ১৪ আগস্ট রিমঝিমের উদ্যোগে ‘রাত দখল’ কর্মসূচি ব্যাপক সাড়া পায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ মোমবাতি ও প্ল্যাকার্ড হাতে পথে নামেন। এবারও সুপ্রিম কোর্টে শুনানির আগে আরও একবার ‘রাত দখল’ আন্দোলন সফল করার উদ্দেশ্যে রিমঝিম ও তাঁর সহকর্মীরা নেমে পড়েছেন।

এদিকে, শিলিগুড়ির হাসমিচকে আগামী সোমবার ‘ভোর দখল’-এর ডাক দেওয়া হয়েছে। টেবিল টেনিস তারকা মান্তু ঘোষও এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।