Homeরাজ্যউঃ ২৪ পরগনাভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার 'মূল' অভিযুক্ত

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ‘মূল’ অভিযুক্ত

প্রকাশিত

ব্যারাকপুর: ভাটপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ‘মূল’ অভিযুক্ত সুজল প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পাঁচ দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত। জগদ্দল এলাকার বারুইপাড়ায় গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় তাঁকে পাকড়াও করা হয়। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনার তদন্তে বড়সড় কিনারা করল পুলিশ।

গত ১৩ নভেম্বর, নৈহাটির উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়ার এক চায়ের দোকানে অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাশাপাশি চলে বোমাবাজি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোক সাউয়ের। এই ঘটনায় প্রথমে কওসর আলি নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার সূত্র ধরে ধরা পড়ে সুজল পাসোয়ান। কিন্তু মূল অভিযুক্ত সুজল প্রসাদ তখনও পলাতক ছিল।

বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার তথ্য অনুযায়ী, ধৃত সুজল প্রসাদ তার ভাই আকাশ প্রসাদের খুনের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটায়। আকাশকে ২০২০ সালে একই এলাকায় খুন করা হয়েছিল। সেই ঘটনার বদলা নিতে সুজল চার বছর ধরে নিখুঁত পরিকল্পনা করে।

খুনের ঘটনার পর থেকে সুজল পাশের এলাকাগুলিতে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তার অবস্থানের খবর পায়। এরপর সোমবার বারুইপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার জানিয়েছেন, সুজলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ ছিল। বিহারে গা ঢাকা দেওয়ার পর তাঁকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। সেই সময় একটি মামলায় জামিনে মুক্ত ছিল সুজল।

এই ঘটনায় সুজলের গ্রেফতারির পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। পুলিশ আরও পাঁচজনকে চিহ্নিত করেছে এবং তদন্ত চলছে। তাদের মতে, এই হত্যাকাণ্ডে আরও কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে।

প্রসঙ্গত, বিজেপি নেতা অর্জুন সিং প্রথম থেকেই অভিযোগ করছিলেন, ২০২১ সালের একটি খুনের মামলার বদলা নিতেই এই খুন। অশোক সাউ সেই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

আরও পড়ুন

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।