Homeরাজ্যউঃ ২৪ পরগনাবসিরহাটে উপনির্বাচন না হওয়ায় হাইকোর্টে জনস্বার্থ মামলা, নির্বাচন কমিশনকে পদক্ষেপের আর্জি

বসিরহাটে উপনির্বাচন না হওয়ায় হাইকোর্টে জনস্বার্থ মামলা, নির্বাচন কমিশনকে পদক্ষেপের আর্জি

প্রকাশিত

বসিরহাট লোকসভা কেন্দ্রে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে সাংসদ না থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক ব্যক্তি। নির্বাচন কমিশনকে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানানো হয়েছে।

জনস্বার্থ মামলা

বসিরহাটের বাসিন্দা গৌতম রায় কলকাতা হাইকোর্টে এই মামলা করেন। তাঁর অভিযোগ, বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের মৃত্যুর পর ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত উপনির্বাচনের কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তাঁর মতে, নির্বাচন না করে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে কমিশন।

পটভূমি

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম জয়ী হন। তিনি বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি ভোটে হারান। কিন্তু নির্বাচনের কিছু মাস পর, দীর্ঘ অসুস্থতার পর গত বছরের ২৫ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। সেই থেকেই ওই আসনটি শূন্য রয়েছে।

উপনির্বাচন নিয়ে অনিশ্চয়তা

সংবিধান অনুযায়ী, কোনও লোকসভা আসন শূন্য হওয়ার পর ছয় মাসের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার নিয়ম। তবে নুরুল ইসলামের মৃত্যুর পর এতদিন পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তাই গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবিলম্বে উপনির্বাচন করার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন গৌতম রায়।

আদালতের প্রতিক্রিয়া

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি হয়। তবে মামলার শুনানির পরবর্তী দিন এখনও নির্ধারিত হয়নি।

গৌতম রায়ের বক্তব্য, ‘‘বসিরহাটের জনগণ সাংসদবিহীন অবস্থায় রয়েছেন, যা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করছে। অবিলম্বে নির্বাচন কমিশনকে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হোক।’’

নির্বাচন কমিশনের অবস্থান

এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হাইকোর্টের নির্দেশের পর কমিশনের অবস্থান স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতির উপর নজর

বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে, তার উপর নির্ভর করছে এলাকাবাসীর গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।