Homeরাজ্যউঃ ২৪ পরগনাখড়দহে অধ্যাপকের ফ্ল্যাটে নোটের পাহাড়, কমিশন নিয়ে পড়ুয়া ভর্তির টাকা?

খড়দহে অধ্যাপকের ফ্ল্যাটে নোটের পাহাড়, কমিশন নিয়ে পড়ুয়া ভর্তির টাকা?

প্রকাশিত

কলকাতা: নতুন বছরের শুরুতেই ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা। টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচ, মালদহের পরে এ বার খড়দহ। এক অধ্যাপকের ফ্ল্যাটে মিলল লক্ষ লক্ষ টাকা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অভিযানে বড়ো অঙ্কের নগদ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য।

নাথুপাল ঘাট রোডে এক অধ্যাপকের বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার। এখনও পর্যন্ত ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দহ থানার পুলিশ। ২ হাজার নোটে ওই বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার খড়দহের একটি ফ্ল্যাটে হানা দেন বেশ কয়েক জন পুলিশ আধিকারিক। তার পর মেলে এই বিপুল অঙ্কের টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসাবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে অনুমান করছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে খবর, আবাসনের যে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সেই ফ্ল্যাটে থাকেন অমিতাভ দাস নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন অধ্যাপক। একটি বেসরকারি কলেজে পড়ান। মোটা অঙ্কের বিনিময়ে তিনি ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দিতেন বলে অভিযোগ। এমনকী কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারত তবে টাকা বিনিময়ে ভুয়ো সার্টিফিকেটও তৈরি করে দিতেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে, অমিতাভের ফ্ল্যাটে তল্লাশি বা এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট নয়।

অমিতাভ ছাড়াও তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তান থাকেন ওই ফ্ল্যাটে। গত আড়াই বছর ধরে এখানে বসবাস করছেন তাঁরা।। পুলিশ সকলকেই জিজ্ঞাসাবাদ করে। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় বিস্মিত প্রতিবেশীরা। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না এমন কাণ্ড ঘটতে পারে।

আরও পড়ুন: মরশুমের শীতলতম দিন, ১০-র ঘরে কলকাতার পারদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।