Homeরাজ্যউঃ ২৪ পরগনাদত্তপুকুরের তেল কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩

দত্তপুকুরের তেল কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩

প্রকাশিত

দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের তেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। বুধবার ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বনাথ বসু নামে এক কর্মীর। পরে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে জয়দেব কর্মকার এবং শের আলি নামে আরও দুই কর্মী মারা যান।

বুধবার দুপুরে দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েতের চণ্ডীগড়ি গ্রামে রাসায়নিক তেল পরিশোধনের কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বনাথ বসুর। গুরুতর জখম হন আরও তিন শ্রমিক। এঁরা সকলেই কারখানার ভিতরে কাজ করছিলেন। ঘটনাস্থলে দমকল আসার আগে কর্মীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।

দুর্ঘটনার পরই আশঙ্কাজনক অবস্থায় জয়দেব কর্মকার, শের আলি এবং কুলদীপ সিংকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের বার্ন ওয়ার্ডে তাঁদের চিকিৎসা চলছিল। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় জয়দেব কর্মকারের। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় শের আলিরও। অগ্নিকাণ্ডে ওই দুই শ্রমিকের শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল।

কুলদীপ সিংকেও প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে তাঁকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

দীপাবলির সময় এই অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁদেরই সূত্রে জানা যায়, বছর দুয়েক আগেও দত্তপুকুরের ওই তেল কারখানায় ছোটোখাটো আগুন লেগেছিল। সেই সময় কারখানা কর্তৃপক্ষকে সুরক্ষার দিকে নজর দিতে বলা হয়েছিল। সেই আগুন লাগার দু’বছরের মাথায় আবার আগুন লাগল। আর এবার আগুনের তীব্রতা ভয়ানক। দমকল ও পুলিশ সূত্রে বলা হয়েছে, ওই কারখানায় অগ্নিনির্বাপক সুরক্ষা থাকলেও তা যথাযথ ছিল কি না তা খতিয়ে দেখা হবে এবং কোনো গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।