Homeরাজ্যউঃ ২৪ পরগনাপানিহাটি গণপিটুনি মামলায় তৃণমূল কাউন্সিলরকে যাবজ্জীবন কারাদণ্ড

পানিহাটি গণপিটুনি মামলায় তৃণমূল কাউন্সিলরকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত

দীর্ঘ ১০ বছর পর পানিহাটি গণপিটুনি হত্যা মামলার সাজা ঘোষণা করল ব্যারাকপুর আদালত। মঙ্গলবার পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ-সহ পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিন অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। এখনও দুই অভিযুক্ত পলাতক।

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর পানিহাটিতে শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার অভিযোগ ওঠে ১০ জনের বিরুদ্ধে।  দুর্গাপুজোর সময় মন্দির থেকে টাকা খোয়া যাওয়া নিয়েই সূত্রপাত বিতর্কের। সেই সময় মন্দিরের প্রণামী বাক্স থেকে মোট ১০ হাজার চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছিল এক স্থানীয় মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীর বিরুদ্ধে।

জানা যায়, এই ঘটনায় এফআইআর ও চার্জশিটে নাম থাকা সত্ত্বেও এতদিন কারাগারের বাইরে ছিলেন তারক গুহ। অভিযোগ, বারবার আদালতে হাজিরার নির্দেশ পেলেও তা এড়িয়ে যেতেন তিনি। শেষ পর্যন্ত গত শুক্রবার আদালতের নির্দেশে ব্যারাকপুর আদালত চত্বরে পা রাখতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

মামলার শুনানি চলেছে ব্যারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে।

এ দিন সাজা ঘোষণা করে আদালত জানায়, দোষী সাব্যস্ত পাঁচজন— তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকারকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তারক গুহ উচ্চ আদালতে আপিল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।