দীর্ঘ ১০ বছর পর পানিহাটি গণপিটুনি হত্যা মামলার সাজা ঘোষণা করল ব্যারাকপুর আদালত। মঙ্গলবার পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ-সহ পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিন অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। এখনও দুই অভিযুক্ত পলাতক।
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর পানিহাটিতে শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার অভিযোগ ওঠে ১০ জনের বিরুদ্ধে। দুর্গাপুজোর সময় মন্দির থেকে টাকা খোয়া যাওয়া নিয়েই সূত্রপাত বিতর্কের। সেই সময় মন্দিরের প্রণামী বাক্স থেকে মোট ১০ হাজার চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছিল এক স্থানীয় মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীর বিরুদ্ধে।
জানা যায়, এই ঘটনায় এফআইআর ও চার্জশিটে নাম থাকা সত্ত্বেও এতদিন কারাগারের বাইরে ছিলেন তারক গুহ। অভিযোগ, বারবার আদালতে হাজিরার নির্দেশ পেলেও তা এড়িয়ে যেতেন তিনি। শেষ পর্যন্ত গত শুক্রবার আদালতের নির্দেশে ব্যারাকপুর আদালত চত্বরে পা রাখতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
মামলার শুনানি চলেছে ব্যারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে।
এ দিন সাজা ঘোষণা করে আদালত জানায়, দোষী সাব্যস্ত পাঁচজন— তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকারকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তারক গুহ উচ্চ আদালতে আপিল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।