আজ, ১৭ মে থেকে উত্তরবঙ্গের পাঁচটি জেলা — দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শুরু হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী পাঁচ দিন এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই অঞ্চলে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলাতে শুরু করেছে। ইতিমধ্যেই আকাশ মেঘলা, বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরমের দাপট কমতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এবার দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের আশঙ্কা নেই। শনিবার, রবিবার ও সোমবার — এই তিন দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এর ফলে স্বস্তি পাবেন রাজ্যবাসী।
তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক মাত্রায় ফিরে আসবে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি, ২৫ মে-র পর দক্ষিণবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরমে হাঁসফাঁস করা মানুষ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

